For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিকে ভেঙে তৃণমূলকে অক্সিজেন দিলেন অনুব্রত! যোগদান ১৬০০ নেতা কর্মীর

ক্ষমতায় এসেই রাজ্যে ইমামভাতা চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জেরে রাজ্যে সংখ্যালঘু তোষণের অভিযোগ উঠেছিল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে।

Google Oneindia Bengali News

লোকসভা ভোটের পর থেকে অবিরত রক্তক্ষরণ হয়ে চলেছে তৃণমূল শিবিরে। দলে ছেড়ে বিজেপিতে যোগাদান করেনি তৃণমূলের কেউ এমন দিন খুঁজে পাওয়া মুশকিল। এই ভাঙনের মুখে দাঁড়িয়েই ম্যাজিক দেখালেন বীরভূম তৃণমূল কংগ্রেসের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল। তৃণমূলের দাবি, তাঁর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন সহস্রাধিক নেতা-কর্মী।

উলটপুরান বর্ধমানের আউশগ্রামে

উলটপুরান বর্ধমানের আউশগ্রামে

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উলটপুরান ঘটল বর্ধমানের আউশগ্রামে। বীরভূম জেলার সভাপতি হলেও বর্ধমানের আউশগ্রাম দেখেন অনুব্রত মণ্ডলই। এদিন আউশগ্রামে তৃণমূলের তরফে একটি কর্মিসভার আয়োজন করা হয়। সেখানেই অনুব্রত মণ্ডলের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বহু নেতা-কর্মী।

সিপিএম ছেড়েও তৃণমূলে যোগদান

সিপিএম ছেড়েও তৃণমূলে যোগদান

এদিন বিজেপির পাশাপাশি সিপিএম ছেড়েও তৃণমূলে যোগদান করেন তিনশো কর্মী-সমর্থক। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের দাবি, এদিন বিজেপি ও সিপিএম থেকে প্রায় ১৬০০ নেতা-কর্মী তৃণমুলে যোগদান করলেন। তবে এদিন সবাই আসতে পারেননি সভায়। সিপিএম নেতা মনোহর রুজ তৃণমূল যোগ দেন।

তৃণমূল কংগ্রেসকে অক্সিজেন

তৃণমূল কংগ্রেসকে অক্সিজেন

রাজ্যজুড়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িকের মধ্যে এই দলবদল তৃণমূল কংগ্রেসকে খানিক অক্সিজেন দিল। শাসক দলের কাছে যখন ভাঙন মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে, তখনই বিজেপিকে ভেঙে পাল্টা দিলেন অনুব্রত মণ্ডল। তৃণমূলকে ভাঙলে, তিনিও যে পাল্টা বিজেপিকে ভাঙতে পারেন, তা বুঝিয়ে দিয়েছেন তিনি।

English summary
Anubrata Mandal breaks BJP to increases TMC’s organization. 1600 workers join in TMC leaving BJP and CPM in Birbhum
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X