For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোট চুরি করার নিদান দিলেন অনুব্রত, লোকসভার প্রাক্কালে ফের বাঁধ ভাঙল বয়ানে

ফের বাঁধ ভাঙল অনুব্রত মণ্ডলের। লোকসভার প্রস্তুতি বৈঠকে চমকপ্রদ বার্তা দিলেন দলীয় কর্মীদের। কর্মিসভা করে অনুব্রতর প্রস্তাব, অনেক বেশি ভোটে জিততে হবে। ভোট চুরি করুন।

  • |
Google Oneindia Bengali News

ফের বাঁধ ভাঙল অনুব্রত মণ্ডলের। লোকসভার প্রস্তুতি বৈঠকে চমকপ্রদ বার্তা দিলেন দলীয় কর্মীদের। কর্মিসভা করে অনুব্রতর প্রস্তাব, অনেক বেশি ভোটে জিততে হবে। ভোট চুরি করুন। তিনি বলেন, সবাই যেমন চুরি করে, তেমন ভোট চুরি করবেন, কী পারবেন না! দলের কর্মীও আনুগত্যের সঙ্গে ঘাড় নাড়লেন।

মাস্টারমশায়ের ভূমিকায় অনুব্রত

মাস্টারমশায়ের ভূমিকায় অনুব্রত

বীরভূমের সিউড়ি দু-নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মিসভায় একেবারেই মাস্টারমশায়ের ভূমিকায় দেখা যায় অনুব্রত মণ্ডলকে। মঞ্চে মাইক্রোফোন হাতে এক একে বুথ সভাপতি থেকে শুরু করে অঞ্চল সভাপতিদের ‘অ্যাসিড টেস্ট' নিলেন তিনি। অনুব্রত মণ্ডল জিজ্ঞাসা করে যাচ্ছেন, আর মেধাবী ছাত্রের মতো সব প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন তাঁরা।

‘ইন্টারভিউ’য়ের ভিডিও ভাইরাল

‘ইন্টারভিউ’য়ের ভিডিও ভাইরাল

অনুব্রত মণ্ডলের এই ‘ইন্টারভিউ'য়ের ভিডিও এখন ভাইরাল। তিনি মাইক্রোফোন হাতে প্রশ্ন করছেন, কত লিড ছিল, লোকসভায় কত লিড হবে। তারপর ওই বুথ থেকে কত লিড চাই, তাও জানিয়ে দিচ্ছেন বীরভূম তৃণমূলের কাণ্ডারি। আর তারপরই তিনি বুমেরাং করেছেন।

ভোট চুরির বাণী কেষ্টর

ভোট চুরির বাণী কেষ্টর

মঞ্চ ভর্তি নেতার সামনে, সমস্ত কর্মীদের সামনে তিনি বলছেন ভোট চুরির কথা। অনুব্রতর কণ্ঠে সেই কথা শুনে হাসির কলরোলও পড়েছে সভাস্থলে। একেবারে প্রকাশ্যে, মাইক্রোফোনে তিনি জানিয়েছেন ভোট চুরির কথা। যা নিমেষেই ছড়িয়ে পড়েছে বাইরেও। ফের বিতর্ক শুরু হয় অনুব্রতর চাঞ্চল্যকর বয়ান নিয়ে।

নিন্দার ঝড় রাজনৈতিক মহলে

নিন্দার ঝড় রাজনৈতিক মহলে

বিজেপির দিলীপ ঘোষ থেকে শুরু করে সিপিএমের শমীক লাহিড়ী এই ঘটনায় নিন্দা করেন। তাঁরা বলেন, তৃণমূলের স্বরূপ এবার প্রকাশ্যে চলে আসছে। তাঁরা যে ভোট চুরি করেই জিতেছে, আবারও যে তারা সেই পরিকল্পনা করেই জয়ের ঘুঁটি সাজাচ্ছে, তা অনুব্রত মণ্ডলের কথাতেই পরিষ্কার।

English summary
Anubrata Mandal becomes viral giving speech of vote stealing. He advices leaders and workers to steal the vote in Lok Sabha,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X