For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চুড়ি পরে বসে নেই অনুব্রত, বিজেপির ‘বাজনা’ বন্ধ করতে দিলেন কড়া হুঁশিয়ারি

বিজেপি এবার লোকসভায় ৪২টির মধ্যে ২২টি আসনে জয়ের টার্গেট রেখেছে। তার মধ্যে আবার বীরভূমেরও একটি আসন রয়েছে, তা শুনে অনুব্রত মণ্ডল দিলেন কড়া প্রতিক্রিয়া।

  • |
Google Oneindia Bengali News

বিজেপি এবার লোকসভায় ৪২টির মধ্যে ২২টি আসনে জয়ের টার্গেট রেখেছে। তার মধ্যে আবার বীরভূমেরও একটি আসন রয়েছে, তা শুনে অনুব্রত মণ্ডল দিলেন কড়া প্রতিক্রিয়া। তিনি বলেন, আমি তো আর চুরি পরে বসে নেই। ওসব খাজনা বাজানো এবার বন্ধ করুক বিজেপি। ওদের দৌড় আমার জানা আছে। ওরা যেসব ভাবছে, তা হবে না।

বাজনার থেকে খাজনা বেশি

বাজনার থেকে খাজনা বেশি

বিজেপির বরাবরই বাজনার থেকে খাজনা বেশি। বাজনা আছে, কিন্তু খাজনা নেই। আর সব বাজনা বন্ধ হয়ে যাবে লোকসভো ভোটের ফলাফল বের হলে। ২২টা আসনের টার্গেটের বড় বড় কথা, সব বেরিয়ে যাবে। ওরা শূন্য পাবে। রাজ্যে তৃণমূলের কোনও চ্যালেঞ্জার নেই।

আমার দুহাতে কি চুরি আছে

আমার দুহাতে কি চুরি আছে

বিজেপি ভেবেছে ২৯৪টি বুথ দখল করবে। কিন্তু আমি তুরি পরে বসে আছি। আমার দুহাতে কি চুরি আছে। ওসব ভয় আমাকে দেখিয়ে লাভ নেই। বীরভূমে ২০১৬ সালে ভোট হয়ছে, কোনও মানুষ মারা যায়নি। কোনও খুন হয়নি। আমার জেলাই সেরা জেলার পুরস্কার পেয়েছে। আবারও পাবে।

মুর্খের স্বর্গে বাস করছে বিজেপি

মুর্খের স্বর্গে বাস করছে বিজেপি

অনুব্রত মণ্ডল বলেন, বিজেপি ভাবছে, বাইকে থেকে লোক এনে ভোট করাব। ওসব ভয় আমাকে দেখিয়ে লাভ নেই। অন্য রাজ্য থেকে লোক এসে ঝামেলা পাকানোর চেষ্টা করা হলে, ওরা মূর্খের স্বর্গে বাস করছে। যত লোক নিয়ে আসুক, আমি তৈরি। আমাকে ওসব ভয় দেখিয়ে লাভ নেই। গুলি দেখিয়েও লাভ নেই।

পশ্চিমবঙ্গে ৪২-এ ৪২ পাবে তৃণমূল

পশ্চিমবঙ্গে ৪২-এ ৪২ পাবে তৃণমূল

সামনেই লোকসভা নির্বাচন। তবে অনুব্রতর কথায়, এথন কেউ নেই তৃণমূলের সঙ্গে লড়াইয়ে। সিপিএমকে সরানোর চ্যালেঞ্জ নিয়েছিলাম, সিপিএমকে সরিয়েছি। এখন সিপিএমের ধ-ব নেই। আর বিজেপির বাজনার থেকে খাজনা বেশি। পশ্চিমবঙ্গে ৪২-এ ৪২ পাবে তৃণমূল। বিজেপি যতই ২২ টার্গেট নিক।

দিদি একবার গেলেই সমস্যার সমাধান

দিদি একবার গেলেই সমস্যার সমাধান

অনুব্রত মণ্ডল বললেন, যেটুকু সমস্যা আছে, মানুষের অভিমান আছে, মমতা বন্দ্যোপাধ্যায় একবার গেলেই সব ঠিক হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখলেই সব সমস্যার সমাধান। এক প্রশ্নের উত্তরে অনুব্রত বলেন, যতই অনুব্রত মণ্ডলের জেলা হোক, দিদিই সব, দিদিকে দেখলেই সবার শান্তি।

[আরও পড়ুন: মন্ত্রী-বিধায়ক করতে চাইলে দল ছেড়ে দেবেন অনুব্রত! কেন, স্পষ্ট করলেন নিজেই][আরও পড়ুন: মন্ত্রী-বিধায়ক করতে চাইলে দল ছেড়ে দেবেন অনুব্রত! কেন, স্পষ্ট করলেন নিজেই]

English summary
Anubrata Mandal attacks BJP on Loksabha Election 2018. Anubrata gives message to BJP I am not sit to wear bangles,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X