For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরবঙ্গের চিন বিরোধী প্রতিবাদ বিক্ষোভ, ভারতীয় সেনা হত্যার প্রতিবাদে পুড়ল জিনপিংয়ের কুশপুতুল

ভারতীয় সেনা হত্যার পর উত্তরবঙ্গের রাস্তায় চিন বিরোধী প্রতিবাদ বিক্ষোভ

  • |
Google Oneindia Bengali News

লাদাখে সেনা সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যুর পরেই ক্রমেই উত্তেজনার পারদ চড়ছে গোটা ভারত জুড়েই। ইতিমধ্যেই দেশের একাধিক প্রান্তে শুরু হয়েছে বিক্ষোভ প্রদর্শন। চিনকে কড়া ভাষায় প্রত্যুত্তরের দেওয়া দাবিতে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছে রাজনৈতিক দল গুলি। এমতাবস্থায় এবার চিন বিরোধী বিক্ষোভ প্রদর্শন হল উত্তরবঙ্গে।

উত্তরবঙ্গের চিন বিরোধী প্রতিবাদ বিক্ষোভ, ভারতীয় সেনা হত্যার প্রতিবাদে পুড়ল জিনপিংয়ের কুশপুতুল

ভারতীয় সেনা জওয়ানদের হত্যার বিচারের দাবিতে বুঝবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কয়েকশো মানুষ বিক্ষোভ প্রদর্শন করেন। এদিকে নিহত ২০ জওয়ানের মধ্যে দুজন বাংলা থেকেও শহিদ হয়েছেন বলে জানা যাচ্ছে। এদের একজনের বাড়ি বীরভূম ও অন্যজনের আলিপুরদুয়ারে। এদিন কয়েক শতাধিক লোক উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চিন বিরোধী বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি চিনা প্রধানমন্ত্রী শি জিনপিংয়ের কুশপুতুলও পোড়ান বলে জানা যায়।

পাশাপাশি একাধিক জেলার বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত চিনা পণ্য বয়কটেরও ডাক ওঠে। কোচবিহার ও শিলিগুড়ির বিভিন্ন জায়গায় এই প্রতিবাদ বিক্ষোভ সর্বাত্মক চেহারা নেয়। একাধিক প্রতিবাদী প্ল্যাকার্ড, পোস্টারের পাশাপাশি ওঠে চিন বিরোধী বিভিন্ন স্লোগানও। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি কংগ্রেসের তরফেও এই ঘটনার প্রতিবাদে মিছিলের ডাক দেওয়া হয়। ইতিমধ্যেই সোমবার রাতে গালওয়ান উপত্যকায় ভারতে-চিন সেনা সংঘর্ষে ভারতের ২০ জন সেনা জওয়ানের মৃত্যুতে 'বদলার’ ডাক দেন মুর্শিদাবাদের কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।

ভারতের প্রতিরোধ দেখে আর ঝামেলা চাইছে না চিন! জয়শঙ্করকে কোন বার্তা চিনা বিদেশমন্ত্রীর?ভারতের প্রতিরোধ দেখে আর ঝামেলা চাইছে না চিন! জয়শঙ্করকে কোন বার্তা চিনা বিদেশমন্ত্রীর?

English summary
Anti-China protests on the streets of North Bengal after the killing of Indian soldiers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X