For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দু-রাজীব নিয়ে প্রশ্ন তুলে এবার তৃণমূলের আরও এক হেভিওয়েট বেসুরো! তৃণমূলে অব্যাহত অস্বস্তি

  • |
Google Oneindia Bengali News

শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূলের প্রবল অস্বস্তি পর্বের রেশ কাটতে না কাটতেই জিতেন্দ্র তিওয়ারি মুখ খোলায় আরও বিপাকে তৃণমূল। এরপর হাওড়ার আরও এক হেভিওয়েট তৃণমূলের নেতাকে ঘিরে শুরু হয়েছে জল্পনা।

 হাওড়ায় তৃণমূলের অস্বস্তি অব্যাহত

হাওড়ায় তৃণমূলের অস্বস্তি অব্যাহত

হাওড়ায় তৃণমূলের জেলা কো অর্ডিনেটর রাজীব বন্দ্যোপাধ্যায়ের অরাজনৈতি ক পোস্টার ইতিমধ্যেই লাইমলাইট কেড়েছে। এদিকে, বালিতে বৈশালী ডালমিয়াকে নিয়ে প্রবল অস্বস্তিতে জেলা। অন্যদিকে, জটু লাহিড়ির পর এবার বেসুরো হাওড়ার প্রবীণ তৃণমূল নেতা বাণী সিংহ রায়।

 শুভেন্দু-রাজীব নিয়ে প্রশ্ন

শুভেন্দু-রাজীব নিয়ে প্রশ্ন

বাণী সিংহ রায়ের তরফে প্রশ্ন , কেন এমন পরিস্থিতি দলে তৈরি হল,যেখানে শুভেন্দু অধিকারীর মতো জননেতার দল ছাড়ার মতো অবস্থা হল? এছাড়াও রাজীব ইস্যুতে তিনি ক্ষোভ উগড়ে জানিয়েছেন, রাজীব বন্দ্যোপাধ্যায়কে ক্রমাগত দলে কোণঠাসা করা হয়েছে।

 প্রশান্তের বিরুদ্ধে ক্ষোভ

প্রশান্তের বিরুদ্ধে ক্ষোভ

এদিন বাণী সিংহ রায় জানিয়েছেন, নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর বাংলার সংস্কৃতি জানেন না। এভাবে ভোটে জেতা যায় না। আর তার সঙ্গেই এই তৃণমূল নেতার বার্তা তিনি শুভেন্দু অধিকারীর পাশে রয়েছেন। ফেসবুক পোস্টেও তিনি নিজের এই ক্ষোভ উগড়ে দেন।

 ক্রমেই অস্বস্তি তৃণমূলে

ক্রমেই অস্বস্তি তৃণমূলে

গত ২৪ ঘণ্টায় জিতেন তিওয়ারিকে নিয়ে ধরলে প্রায় ৪ জন তৃণমূলের হেভিওয়েট একসঙ্গে দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়েছেন। এরমধ্যে বহরমপুরের প্রাক্তন পুর চেয়ারম্যান নীলরতন আঢ্য, কোচবিহারের বংশীবদন বর্মনের মতো নাম রয়েছে। সেই তালিকায় যুক্ত হলেন বাণী সিংহ রায়।

English summary
Another TMC Leader from Howrah revolts before West Bengal Assembly Election 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X