For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিনদিনে বিজেপিতে আসছেন মমতার আরও এক মন্ত্রী, দাবি রাহুল সিনহার

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৬ জানুয়ারি: মঞ্জুলকৃষ্ণ ঠাকুরই শেষ নন। তিনদিনে রাজ্যের আরও এক মন্ত্রী আসছেন বিজেপিতে। তার কিছুদিন পর আরও একজন সম্ভবত যোগ দেবেন। এমনই ইঙ্গিত দিয়েছেন দলের রাজ্য সভাপতি রাহুল সিনহা। এর জেরে বেজায় চাপে পড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন: তৃণমূলে ভাঙন, মমতার মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ এলেন বিজেপিতে

রাজ্যের উদ্বাস্তু ও পুনর্বাসন মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুর গতকাল পুত্র সুব্রতকে সঙ্গে নিয়ে বিজেপিতে নাম লিখিয়েছেন। এর ফলে ভাঙন ধরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের মন্ত্রীসভায়। তৃণমূল এতটাই চাপে পড়ে গিয়েছে যে, তড়িঘড়ি বনগাঁ কেন্দ্রে মমতাবালা ঠাকুরকে প্রার্থী হিসাবে ঘোষণা করে দিয়েছে তারা। প্রসঙ্গত, গত লোকসভা ভোটে বনগাঁ থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন কপিলকৃষ্ণ ঠাকুর। মমতাবালা ঠাকুর তাঁর স্ত্রী।

ততত

এদিকে, বিজেপির মাস্টারস্ট্রোকে যখন তছনছ শাসক দল, সেই সময় আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছেন খোদ রাহুল সিনহা। তিনি জানিয়েছেন, দিন তিনেক পর রাজ্য সরকারের আর এক মন্ত্রী বিজেপিতে আসছেন। কথাবার্তা সব পাকা। তিনি কলকাতার একটি বিধানসভা আসন থেকে নির্বাচিত বিধায়ক বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন রাহুলবাবু। তিনি বিজেপিতে আসার পর জেলার এক মন্ত্রীও যোগ দেবেন বলে জানান রাহুল সিনহা।

সামনেই পুরভোট। তার পর ২০১৬ সালে বিধানসভা নির্বাচন। বিজেপির তাই কৌশল হল দ্বিমুখী। প্রথমত, সারদা-খাগড়াগড় ইস্যুতে ক্রমাগত মমতার বিরুদ্ধে আক্রমণ শানানো। দ্বিতীয়ত, তৃণমূল কংগ্রেসের ঘর ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্রমশ একা করে দেওয়া। খোদ অমিত শাহের তত্ত্বাবধানে বিজেপি এমন কৌশল সাজিয়েছে বলে খবর।

English summary
Another minister to join BJP within three days, says Rahul Sinha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X