For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমডাঙার সংঘর্ষে আরও একজনের মৃত্যু! এলাকায় ভাঙচুর, আতঙ্কে এলাকা ছাড়া বহু মানুষ

আমডাঙায় সংঘর্ষের ঘটনায় সোমবার আরও একজনের মৃত্যু হয়। মৃত ব্যক্তি তৃণমূল কর্মী বলে জানা গিয়েছে। এনিয়ে এই সমঘর্ষের ঘটনায় ৪ জনের মৃত্যু হল।

  • |
Google Oneindia Bengali News

আমডাঙায় সংঘর্ষের ঘটনায় সোমবার আরও একজনের মৃত্যু হয়। মৃত ব্যক্তি তৃণমূল কর্মী বলে জানা গিয়েছে। এনিয়ে এই সমঘর্ষের ঘটনায় ৪ জনের মৃত্যু হল। এদিকে এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় সিপিএম সমর্থকদের বাড়িতে হামলা হয় বলে অভিযোগ। আতঙ্কে অনেকেই এলাকা ছাড়া বলে জানা গিয়েছে।

আমডাঙার সংঘর্ষে আরও একজনের মৃত্যু! এলাকায় ভাঙচুর, আতঙ্কে এলাকা ছাড়া বহু মানুষ

ফের আতঙ্ক ছড়াল আমডাঙায়। এদিন সকালে আরজি কর হাসপাতালে আহত তৃণমূল কর্মী সাত্তার মণ্ডলের মৃত্যু হয়। এর পরেই আতঙ্ক ছড়ায় এলাকায়। আমডাঙায় সংঘর্ষের দিনই মৃত্যু হয়েছিল দুই তৃণমূল কর্মী কুদ্দুস আলি এবং নাসির হালদারের। সিপিএম কর্মী মুজফফর আহমেদেরও মৃত্যু হয়েছিল ওই দিন।

পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে দিন দশের আগে আমডাঙার বহিচগাছি, তাড়াবেড়িয়া, মরিচা, বোদাই উত্তপ্ত হয়ে ওঠে। সন্ধের পর এলাকার আলো নিভিয়ে দুপক্ষের ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষের দিন বেশ কয়েক ঘণ্টা পরে এলাকায় ঢুকতে সক্ষম হয়েছিল পুলিশ। সংঘর্ষের পর দিন কয়েক ধরে এলাকার বিভিন্ন বাগান থেকে শয়ে শয়ে বোমা উদ্ধার হয়। রাস্তার পাশ থেকে এবং বাগান থেকে ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়। এছাড়ার রাস্তার ধার থেকে বিচ্ছিন্নভাবে বোমা উদ্ধার করে সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াড।
আমডাঙায় সিপিএম ও তৃণমূলের সংঘর্ষের ঘটনায় ক্লোজ করা হয়েছিল থানার ওসিকে।

যদিও, এলাকায় পুলিশ প্রহরা কিংবা ওসি বদল কিছুতেই যে কিছু হয়নি, তা আরও একবার প্রমাণ হয়ে গেল সোমবার। তৃণমূল কর্মী সাত্তার মণ্ডলের মৃত্যুর পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেছে বেছে সিপিএম কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় আতঙ্কে অনেকেই এলাকা ছাড়া বলে জানা গিয়েছে।

English summary
Another died in RG Kar Hospital who was injured in Amdanga Clash
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X