For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাঝেরহাটের পর ফাঁসিদেওয়া! ভাঙল সেতু, সংস্কারের অভাবের অভিযোগ স্থানীয়দের

এবার সেতু ভাঙল শিলিগুড়ির কাছে ফাঁসিদেওয়ায়। শুক্রবার সকালে একটি ফাঁকা ট্রাক সেই সেতুর ওপর দিয়ে যাচ্ছিল। মাঝ বরাবর সেতুটি ভেঙে যায়। আটকে পড়ে ট্রাকটি।

  • |
Google Oneindia Bengali News

এবার সেতু ভাঙল শিলিগুড়ির কাছে ফাঁসিদেওয়ায়। শুক্রবার সকালে একটি ফাঁকা ট্রাক সেই সেতুর ওপর দিয়ে যাচ্ছিল। মাঝ বরাবর সেতুটি ভেঙে যায়। আটকে পড়ে ট্রাকটি। শিলিগুড়ির সঙ্গে ফাঁসিদেওয়ার সরাসরি একমাত্র সংযোগকারী সেতুটি ভেঙে যায় বিপাকে পড়লেন স্থানীয় বাসিন্দারা। সেতুটি দীর্ঘদিন সংস্কার করা হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

মাঝেরহাটের পর ফাঁসিদেওয়া! ভাঙল সেতু, সংস্কারের অভাবের অভিযোগ স্থানীয়দের

সেতু ভেঙে আতঙ্ক ছড়াল শিলিগুড়ির ফাঁসিদেওয়ায়। সেতুটি ফাঁসিদেওয়ার সঙ্গে সরাসরি একমাত্র সংযোগকারী সেতু বলে জানা গিয়েছে। শুক্রবার সকাল সাড়ে নটা নাগাদ একটি ফাঁকা ট্রাক সেতুটির মাঝ বরাবর গিয়ে আটকে পড়ে। চালক আহত হলেও, ট্রাক থেকে নেমে যেতে সক্ষম হন বলে জানা গিয়েছে।

সেতুটির নিচে নালা রয়েছে। জলও বেশি নেই। মাঝেরহাটের ব্রিজের মতো ফাঁসিদেওয়াতেও সেতুটির পাশ দিয়ে গাছপালাও গজিয়েছে।

কৃষিপ্রধান অঞ্চলের কয়েকটিগ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়ল বলে জানিয়েছেন স্থানীয়রা। এলাকায় আরও এরকম অনেক সেতু রয়েছে। যেগুলির কোনও রকমের সংস্কার হয় না বলে অভিযোগ স্থানীয়দের।

এর আগে অগাস্টের এগারো তারিখ শিলিগুড়ির ফাঁসিদেওয়ার গোয়ালতুলিতে নির্মীয়মান সেতু ভেঙে পড়ে। তবে দুর্ঘটনার সময় সেখানে কেউ না থাকায় প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। সেতু নির্মাণে নিম্নমানের সরঞ্জাম ব্যবহারের অভিযোগ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পরেই গ্রামবাসীরা ৩১ডি জাতীয় সড়ক অবরোধ করেন।

English summary
Another bridge collapse at Phansideoya near Siliguri
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X