For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগরিক সমাজের মিছিলে 'পরিবর্তনে'র ডাক! আনিসের বাড়িতে ফের তদন্তে পুলিশ

সরকারের বদল চাই। এই সরকারের বিচার ব্যবস্থা সবরকম ভাবে ভেঙে পড়েছে। ছাত্রনেতা আনিসুরের মৃত্যু ঘিরে উত্তাল রাজ্য। কে বা কারা রাতের অন্ধকারে পুলিশের সাজে এসে তাঁকে খুন করল? সেই উত্তর খুঁজছে বাংলার মানুষ। কার্যত এই ঘটনায় গর্জ

  • |
Google Oneindia Bengali News

সরকারের বদল চাই। এই সরকারের বিচার ব্যবস্থা সবরকম ভাবে ভেঙে পড়েছে। ছাত্রনেতা আনিসুরের মৃত্যু ঘিরে উত্তাল রাজ্য। কে বা কারা রাতের অন্ধকারে পুলিশের সাজে এসে তাঁকে খুন করল? সেই উত্তর খুঁজছে বাংলার মানুষ। কার্যত এই ঘটনায় গর্জে উঠেছে সমস্ত দলই।

আনিসের বাড়িতে ফের তদন্তে পুলিশ

সবাই মিলে পথে নেমে এই ঘটনার বিচার চাইছে। আর এর মধ্যেই আজ সোমবার কলকাতার বুকে বিশাল মিছিল করল নাগরিক সমাজ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অভিনেতা মেঘদূত ঘোষ সহ সর্বস্তরের বহু মানুষ এদিন এই মিছিলে অংশ নিয়ে ছিলেন। আর সেই মিছিল থেকেই সরকার বদলের ডাক দিলেন অভিনেতা মেঘদুত ঘোষ।

তিনি বলেন, কোনও কিছুতেই আস্থা নেই। মিছিল করতে নেমে মৃত্যু হল মইদুলের। কিন্তু সেই ঘটনায় কিছুই হল না। অন্যদিকে সারদা মামলায় সিট গঠন করা হয়েছিল, কিন্তু সেই সিটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট, দাবি বিকাশরঞ্জন ভট্টাচার্যের।

এক সংবাদমাধ্যমে বলতে গিয়ে তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তাঁর দলের লোক। তাহলে তাঁর কি দলের লোককেও খুন করতে দ্বিধা বোধ উনি করেননা। তিনি যদি স্বাধীন কন্ঠে আওয়াজ তোলেন...!

অন্যদিকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাদশা মৈত্র। তাঁর দাবি, এটা সম্পূর্ণ ভাবে পরিকল্পিত ছাত্র খুন। কীভাবে তা সম্ভব? প্রশ্ন অভিনেতার। এই ঘটনার দায় পুলিশমন্ত্রীর। তাঁর দায় নেওয়া উচিৎ এবং সরে যাওয়ার উচিৎ বলে দাবি বাদশার। উল্লেখ্য, এদিন এই ঘটনায় সিট গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আনিস-মৃত্যুকাণ্ডের নিরপেক্ষ তদন্ত হবে। মুখ্যসচিবের নেতৃত্বে সিট গঠন করা হয়েছে। ১৫ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ওই স্পেশাল ইনভেস্টিগেশন টিমকে। আনিসের পরিবারের পাশে আছে রাজ্য সরকার। শুধু তাই নয়, তাঁর দলের লোক বলেও দাবি করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

তিনি বলেন, ওর সঙ্গে আমাদের সম্পর্ক ভালো ছিল। ভালো ছেলে। এমনকি ভোটের সময় নাকি তাঁকে এবং দলকে সাহায্য করেছিলেন আনিস, নবান্নে জানান মুখ্যমন্ত্রী। আর এহেন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

অন্যদিকে সিট গঠনের মুখ্যমন্ত্রীর নির্দেশর পরেই আনিসের বাড়িতে পৌঁছল পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। অ্যাডিশনাল এসপির নেতৃত্বে পুলিশের একটি বিশাল টিম এসেছে আনিসের বাড়িতে। মূলত রহস্যের ভেদ করতেই পুলিশের এই তৎপরতা বলে জানা যাচ্ছে। বিশেষ করে এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ সামনে এসেছে। আর তা সামনে আসার পরেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে।

Recommended Video

আনিশ খানের মৃত্যুতে উত্তাল রাজ্য রাজনীতি | Oneindia Bengali

অন্যদিকে এদিন আনিসের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে এদিন বিশাল মিছিল করা হয় ছাত্র পরিষদের তরফেও। তবে এই মিছিল আটকে দেওয়া হলে কার্যত মৌলালিতে ধন্ধুমার ঘটনা ঘটে যায়। পুলিশ এবং ছাত্র পরিষদের সদস্যদের হাতাহাতির ঘটনায় ধন্ধুমার ঘটনা ঘটে। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়।

English summary
Anish death in Amta, demand for change of Government on Nagorik samaj rally kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X