For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আনিস খান মৃত্যু-রহস্যে জল গড়াল হাইকোর্টেও! স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ আদালতের

আনিস খান মৃত্যু-রহস্যে ক্রমশ জট বাঁধছে। পুলিশের ছদ্মবেসে কে বা কারা আনিসকে ছাদ থেকে ফেলল? কিছুই এখনও স্পষ্ট নয়। আর এই অবস্থায় ইতিমধ্যে ঘটনায় হস্তক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ দিনের মধ্যে রহস্য ভেদ করা

  • |
Google Oneindia Bengali News

আনিস খান মৃত্যু-রহস্যে ক্রমশ জট বাঁধছে। পুলিশের ছদ্মবেসে কে বা কারা আনিসকে ছাদ থেকে ফেলল? কিছুই এখনও স্পষ্ট নয়। আর এই অবস্থায় ইতিমধ্যে ঘটনায় হস্তক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ দিনের মধ্যে রহস্য ভেদ করারও নির্দেশ দেওয়া হয়েছে।

স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ আদালতের

একদিকে যখন চরম প্রশাসনিক তৎপরতা, উলটো দিকে এই ঘটনায় কার্যত নজিরবিহীন পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। আনিস খানের মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা নিল আদালত।

আইনজীবীদের একাংশের মতে, খুব একটা স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করতে দেখা যায় না আদালতকে। কার্যত আমতার ছাত্রনেতা মৃত্যুর ঘটনায় কার্যত নড়েচড়ে বসেছে কলকাতা হাইকোর্টও। যথেষ্ট বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বলেই মত আইনজীবীদের। আগামী ২৪ ফেব্রুয়ারি এই সংক্রান্ত মামলার শুনানি। সেদিনের মধ্যে সমস্ত অভিযোগ পত্র, দিনক্ষণ সহ সমস্ত তথ্য পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজ্যকেও কি ব্যবস্থা সেই সংক্রান্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলাকারীর তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদিন বিচারপতির ডিভিশন বেঞ্চে জানান,
অনিস খান আলিয়া বিশ্ববিদ্যালয়ে রাজ্য সরকারের বিরোধী আন্দোলন যেমন করছিলো,একই ভাবে সিএএ, এন.আরসি নিয়েও লাগাতার আন্দোলন করেছিল। কিন্তু সেই ছাত্র নেতাকে মেরে ফেলা হল বলে অভিযোগ আইনজীবী। শুধু তাই নয়, আনিস খানকে আগেও খুনের হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ আইনজীবীর।

এদিন আইনজীবী আরও জানান, ঘটনার দিন এবং রাতে পুলিশ অনিসের বাবার সাথে কথা বলে বাড়িতে ঢুকেছিলো।

বিকাশ রঞ্জন ভট্টাচার্য-র পেশ করা বক্তব্যর পর মামলা গ্রহন করলেন বিচারপতি রাজশেখর মান্থা। আনিস খানের মৃত্যুর ঘটনায় আইনজীবী কৌস্তভ বাগচী স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের আবেদন করেন কলকাতা হাইকোর্টে। দুপুর ২টোয় লিখিত বক্তব্য নিয়ে আসার জন্য আইনজীবীকে নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মান্থা। সেই মত আদালত সবরকম প্রক্রিয়া চলছে।

অন্যদিকে এদিন মুখ্যমন্ত্রী আনিস খানের মৃত্যুতে নিরপেক্ষ তদন্তের আশ্বাসের দিয়েছেন। তিনি জানিয়েছেন, আনিসের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো ছিল। তবে ঘটনা দুর্ভাগ্যজনক বলে দাবি রাজ্যের প্রশাসনিক প্রধান। আমি এই সব ব্যাপারে খুবই রাফ এন্ড টাফ। বিচার হবেই বলে আশা। তবে আনিসের পরিবার জানিয়েছে, পুলিশের উপর ভরসা নেই। তবে দিদির উপর ভরসা আছে বলে দাবি পরিবারের।

তাঁদের দাবি, এই ঘটনার তদন্ত সিবিআইকে দিতেই হবে। না হলে পূর্ণাং তদন্ত হবে না বলেও আশঙ্কা পরিবারের। পাশাপাশি এই ঘটনায় এদিন মৃত আনিস খানের বাড়িতে গিয়ে বিক্ষোভের মধ্যে পড়ে যান রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী।

English summary
anis khan death suo moto case in calcutta high court west bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X