For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লির হিংসা নিয়ে মধ্যরাতে অভূতপূর্ব শুনানি, আহতদের চটজলদি সরানোর নির্দেশ

দিল্লির হিংসা নিয়ে মধ্যরাতে অভূতপূর্ব শুনানিতে বিচারপতি এস মুরালিধর ও বিচারপতি এ জে ভম্ভনি মুস্তাবাফাদের আল হিন্দ হাসপাতাল থেকে আহতদের চটজলদি সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

  • |
Google Oneindia Bengali News

দিল্লির হিংসা নিয়ে বিচারপতির বাসভবনে মধ্যরাতে অভূতপূর্ব শুনানি হল। বিচারপতি এস মুরালিধর ও বিচারপতি এ জে ভম্ভনি মুস্তাবাফাদের আল হিন্দ হাসপাতাল থেকে আহতদের চটজলদি সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের সমন্বয়ে একটি ফোরাম মঙ্গলবার গভীর রাতে দিল্লি হাইকোর্টে অ্যাম্বুলেন্সের জন্য পুলিশ সুরক্ষার আবেদন করেছিল।

মধ্যরাতে শুনানি, দিল্লির হিংসায় আহতদের সরানোর নির্দেশ

উত্তর-পূর্ব দিল্লির মুস্তাফাবাদ অঞ্চলে হিংসায় আহত ব্যক্তিদের চিকিৎসা-সুবিধা দিতে হাইকোর্টে চিকিৎসকদের আবেদনের পর জরুরি ভিত্তিতে বিচারপতিদের বেঞ্চ আরও জানায়, আহতদের জিটিবি বা আশেপাশের অন্যান্য হাসপাতালে স্থানান্তরিত করা হবে, তাদের চিকিৎসার জন্য তা জরুরি।

দিল্লিতে শান্তির ফেরানোর দাবিতে এবং আহতদের সুচিকিৎসার দাবিতে কনসার্ন সিটিজেন ফর পিস আবেদন জানিয়েছিল হাইকোর্টে। এই ফোরামে ছিলেন চিকিৎসক, ডকুমেন্টারি চলচ্চিত্র নির্মাতা রাহুল রায় প্রমুখ। তাঁরা দাঙ্গা-আক্রান্ত অঞ্চলে পরিদর্শন করে সুরক্ষা নিশ্চিত করার জন্য দিল্লি সরকার ও পুলিশকে আবেদন করেছিলেন। তারপর বিচারপতি জি এস সিস্তানির নেতৃত্বে একটি বেঞ্চের সামনে কিছু আবেদনকারী জানায়, অ্যাম্বুলেন্সকে হুমকি দেওয়া হচ্ছে। ব্রিজপুরী টি পয়েন্ট থেকে ফিরে আসতে বাধ্য করা হয়েছে।

দিল্লি সরকারের অতিরিক্ত স্থায়ী কাউন্সিল সঞ্জয় ঘোষ এবং দিল্লি পুলিশ অফিসার আদালতকে আশ্বাস দিয়েছিলেন যে আহতদের আরও উন্নত চিকিৎসা দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে। দিল্লি পুলিশ অফিসার জানান, ২০ জনেরও বেশি আহতকে ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে এবং বাকিদের যদি দ্রুত উদ্ধার করা হবে।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লি পুলিশ এবং তার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে তিন দফা বৈঠকের পর পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে যান এনএসএ অজিত দোভাল। তিনি সিলামপুরে পৌঁছে নিজের চোখে দেখে আসেন পরিস্থিতি। পুলিশের সঙ্গে কথা বলেন। উত্তর-পূর্ব দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সাম্প্রদায়িক হিংসায় ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় শতাধিক।

English summary
An unprecedented midnight hearing at the judge's residence on Delhi violence. Justice S Muralidhar and Justice A J Bhambhani allowed immediate evacuation of the injured.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X