নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্তা, কোচিং ক্লাস থেকে বেরনোর পরই মর্মান্তিক কাণ্ড
নাবালিকা ছাত্রীর উপর যৌন হেনস্তার অভিযোগে গ্রেপতার করা হল এক যুবককে। বাগুইহাটি থানা এলাকায় রঘুনাথপুর উত্তর পাড়ায় কোচিং ক্লাস থেকে বাড়ি ফিরছিল পঞ্চম শ্রেণির ছাত্রী। ফাঁকা রাস্তায় তাকে একা পেয়ে স্থানীয় এক যুবক তার উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ।

কোচিং ক্লাস থেকে যখন একা ফিরছিল, তখন দীপক জানা নামে এক যুবক তার রাস্তা আটকায়। তাকে নির্জন গলির মধ্যে যৌন হেনস্থা করে বলে অভিযোগ। এরপর নাবালিকার চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে দীপক পালিয়ে যায়। এরপর থানায় গিয়ে দীপকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবারের সদস্যরা।

পুলিশ এই ঘটনার তদন্তে নেমে শনিবার রাতে অভিযুক্ত দীপক জানাকে গ্রেফতার করে। বাগুইহাটি থানার পুলিশ তার বিরুদ্ধে প্রটেকশন অফ চিল্ড্রেন ফ্রম সেক্সচুয়াল অফেন্স ধারায় মামলা রুজু করেছে। রবিবার ধৃত দীপক জানাকে বারাসত আদালতে তোলা হয়।
[আরও পড়ুন:ফের সেনা-জঙ্গি সংঘর্ষ কাশ্মীরে, বাদগামে খতম এক জঙ্গি]