For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একটা অটোগ্রাফ দেবেন প্লিজ! হাসপাতালের বেডে শুয়ে আহত তরুণীর ‘আবদার’ মোদীকে

মেদিনীপুরে কৃষক কল্যাণ সমাবেশে গিয়ে আহত হয়ে শুয়েছিলেন হাসপাতালের বেডে। হঠাৎ দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এগিয়ে আসছেন তাঁর দিকে।

Google Oneindia Bengali News

মেদিনীপুরে কৃষক কল্যাণ সমাবেশে গিয়ে আহত হয়ে শুয়েছিলেন হাসপাতালের বেডে। হঠাৎ দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এগিয়ে আসছেন তাঁর দিকে। প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করেন কেমন আছো, কোথায় লেগেছে? যন্ত্রণা ভুলে তরুণী তখন বলে উঠলেন- একটা অটোগ্রাফ দেবেন প্লিজ! হাসপাতালের বেডে থাকা রোগীর কাতর আবেদন ফেলতে পারেননি প্রধানমন্ত্রী।

একটা অটোগ্রাফ দেবেন প্লিজ! হাসপাতালের বেডে শুয়ে আহত তরুণীর ‘আবদার’ মোদীকে

এদিনই ঘটে বিপত্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য শুনতে গিয়ে প্যান্ডেলের একাংশ ভেঙে চাপা পড়ে গিয়েছিলেন মেদিনীপুরের দুই বোন অনিতা আর নীতা। তাঁদের মা-ও গুরুতর জখম হয়েছিলেন। তারপরই হাসপাতালে ভর্তি। অনিতার পায়ে লেগেছে। নীতা তো জ্ঞানই হারিয়েছিলেন চাপা পড়ে। আর তাঁদের মায়ের কোমরে আর পায়ে ব্যাথা।

হাসপাতালে বেডে অসম্ভব যন্ত্রণা নিয়ে যখন শুযেছিলেন, তখনই তাঁকে দেখতে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মুহূর্তে ভুলে গিয়েছিলেন সমস্ত যন্ত্রণা। মোদীকে দেখেই তিনি তাই অটোগ্রাফ চেয়ে বসলেন অনিতা। আসলে ওই তরুণীতে ভাবতেও পারেননি, যাঁকে একবার চোখের দেখা দেখতে আর তাঁর বক্তব্য শুনতে এসেছিলেন, তাঁকে একেবারে কাছ থেকে দেখতে পাবেন। তাই দেরি না করে শখ মিটিয়ে নিলেন প্রবল যন্ত্রণা উপেক্ষা করেও।

সভা চলাকালীন মঞ্চের সামিয়ানা ভেঙে দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ৪০ জনেরও বেশি। তাই সভা শেষ করে প্রধানমন্ত্রী যখন ছুটে যান আহতদের দেখতে। মেদিনীপুর হাসপাতালে চিকিৎসকদের নির্দেশ দেন আহতদের চিকিৎসা ও যথাযথ শুশ্রুষার ব্যবস্থা করার। তিনি হাসপাতালে ভর্তি সমর্থকদের সঙ্গেও কথা বলেন।

তিনি বলেন, একটা দুর্ঘটনা ঘটেছে। ভয় পেলে হবে না। মনে সাহস রাখতে হবে। সব কিছু ঠিক হয়ে যাবে। চিকিৎসকদের তিনি বলেন, আহতদের যথাসাধ্য চিকিৎসার ব্যবস্থা করতে। আর আহত সমর্থকদের বলেন, ভরসা রাখতে। তিনি পাশে থাকবেন তাঁদের। এদিন আহতদের মাথায় হাত বুলিয়ে তাঁর ভরসার বার্তা যান প্রধানমন্ত্রী।

[আরও পড়ুন:মোদী মঞ্চ থেকে নামতেই প্রবল বাক-বিতণ্ডা দিলীপ-বাবুলের, আড়াআড়ি দু'ভাগ বিজেপি][আরও পড়ুন:মোদী মঞ্চ থেকে নামতেই প্রবল বাক-বিতণ্ডা দিলীপ-বাবুলের, আড়াআড়ি দু'ভাগ বিজেপি]

English summary
An injured young woman requests an autograph to PM Narendra Modi. When she was in hospital bed, then he request to see PM. PM stands beside injured persons to Midnapur hospital,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X