For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২১-এর লক্ষে রাজ্যে কাজ, সরকার ফেলতে পরিকল্পনার কথা জানালেন অমিত শাহ

২০২১-এর লক্ষে রাজ্যে কাজ, সরকার ফেলতে পরিকল্পনার কথা জানালেন অমিত শাহ

  • |
Google Oneindia Bengali News

প্রতিমাসেই তিনি এই রাজ্যে আসবেন। আর পুর নির্বাচনের পরে রাজ্যে ঘাঁটিগেড়ে থাকবেন। দলীয় কর্মীদের জমায়েতে এমনটাই জানিয়েছেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

পুরভোট মিটলেই রাজ্যের জন্য বাড়তি সময়

পুরভোট মিটলেই রাজ্যের জন্য বাড়তি সময়

দিল্লি ফিরে যাওয়ার আগে রবিবার অমিত শাহ যোগ দিয়েছিলেন রাজারহাটের কর্মী সভায়। সেখানে তিনি বলেছেন পুরভোট মিটলেই এরাজ্য নিয়ে বাড়তি সময় দিত চান তিনি। অমিত শাহ আরও জানিয়েছেন, পুরভোটের বোর্ড গঠন হওয়ার পরেই প্রয়োাজনে তিনি রাজ্যে আসতে পারেন।

মাসে অন্তত ২ থেকে ৩ বার আসবেন

মাসে অন্তত ২ থেকে ৩ বার আসবেন

রাজ্য নেতাদের সঙ্গে থেকে দলের নির্বাচনী কাজ পরিচালনা করতে চান অমিত শাহ। তার জন্য বিধানসভা ভোট পর্যন্ত মাসে অন্তত দুবার থেকে তিনবার রাজ্যে আসতে চান অমিত শাহ।

দলের কথা নিয়ে মানুষের কাছে যান, নির্দেশ অমিতের

দলের কথা নিয়ে মানুষের কাছে যান, নির্দেশ অমিতের

রাজারহাটের দলীয় কর্মীদের সভায় বিজেপি বেশ কয়েকজন নেতা রাজ্য পুলিশের বেশ কয়েকজন আধিকারিকের সম্পর্কে অভিযোগ করেন। সূত্রের খবর অনুযায়ী, সেই সময় অমিত শাহ বলেন, সবই তাঁর জানা আছে। দলের নেতা কর্মীদের কাছে তিনি বলেন দলের কথা নিয়ে মানুষের কাছে যান। বাকিটা তিনি দেখে নেবেন।

দলের নেতাদের আশ্বাস

দলের নেতাদের আশ্বাস

অমিত শাহ রাজ্যের নেতাদের বলেছেন, বাংলার প্রকল্পগুলির দিকে নজর দিচ্ছে কেন্দ্র। রাজ্যের বিজেপি সাংসদরা রেলের যে প্রকল্পগুলি জমা দিয়েছেন, তা নিয়ে আশ্বাস দিয়েছেন অমিত শাহ।

পরিকল্পনার জন্য আসবে লোক

পরিকল্পনার জন্য আসবে লোক

অমিত শাহ জানিয়েছেন দিল্লির মানুষ এসে ভোট করাবে না। তবে দলে পরিকল্পনা করার মানুষ বিজেপিতে রয়েছে। এপ্রিলের পর থেকে পরিকল্পনা করার লোক চলে আসবে বলেও জানিয়ছেন তিনি। তারা রণকৌশল ঠিক করে দেবেন।

English summary
Amit Shah will stay in Bengal before Assembly Election. He said this in a party meeting.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X