For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় নজর ৪০ শতাংশ ভোটে! ভাগবতের দেখানো ত্রুটি শুধরাতে আসরে অমিত

কলকাতায় এসে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের চোখে আঙুল দিয়ে ভুল ধরিয়ে দিয়ে গিয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। স্পষ্ট করে দিয়ে গিয়েছেন বঙ্গ বিজেপিতে বিকল্প পন্থার হদিশ নেই।

  • |
Google Oneindia Bengali News

কলকাতায় এসে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের চোখে আঙুল দিয়ে ভুল ধরিয়ে দিয়ে গিয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। স্পষ্ট করে দিয়ে গিয়েছেন বঙ্গ বিজেপিতে বিকল্প পন্থার হদিশ নেই। সেই বিকল্প দিশার সন্ধানেই বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ময়দানে নামলেন। মুকুল-দিলীপদের তিনি কী টোটকা দেন, তা-ই দেখার।

মোহন ভাগবতের প্রশ্নের জবাব খুঁজতে বৈঠক

মোহন ভাগবতের প্রশ্নের জবাব খুঁজতে বৈঠক

সম্প্রতি লোকসভা নির্বাচনে সাফল্য এসেছে। কিন্তু সেই সাফল্য ধরে রাখার রসদ কী, মোহন ভাগবতের প্রশ্ন শুনে থ বনি গিয়েছিলেন দিলীপ ঘোষরা। তিনি সুস্পষ্ট করে দিয়েছিলেন শুধু ৪০ শতাংশ ভোট পেয়ে জিতলেই হবে না। সেই ভোট দরে রাখার নিশ্চয়তাও দেখাতে হবে। কিন্তু তেমনি কোনও বিকল্প পথ দেখাতে পারেনি বিজেপি।

বিজেপির সাফল্যের থেকে তৃণমূলের ব্যর্থতাই বেশি

বিজেপির সাফল্যের থেকে তৃণমূলের ব্যর্থতাই বেশি

ভাগবতের মতে, তৃণমূল বিরোধী ভোট একত্রিত হয়েছে এবং বিজেপিতে তা এসেছে বলেই জিতেছে বিজেপি। এখানে বিজেপির কৃতিত্বের থেকে মানুষের তৃণমূল বিরোধী হয়ে ওঠাই বেশি করে চোখে পড়ছে। কিন্তু যে ভোট বিজেপির জালে এসেছে, তা ধরে রাখার মতো নৌকার হদিশ নেই।

আরএসএস প্রধানের আশঙ্কা যাতে বুমেরাং না হয়

আরএসএস প্রধানের আশঙ্কা যাতে বুমেরাং না হয়

আরএসএস প্রধান যে আশঙ্কার কথা বলে গিয়েছেন, তা যাতে বুমেরাং না হয়, সেজন্যই তড়িঘড়ি বঙ্গ বিজেপির নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসার ভাবনা অমিত শাহের। তিনি যেমন বঙ্গ বিজেপির নেতৃত্বের কাছ থেকে জানতে চাইবেন এমতাবস্থায় কী করণীয়, তেমনই পরামর্শও দেবেন তাঁদের।

বিজেপির পক্ষ থেকে কী কী করা উচিত, আলোচনা

বিজেপির পক্ষ থেকে কী কী করা উচিত, আলোচনা

সাফল্য ধরে রাখতে বিজেপির পক্ষ থেকে কী কী করা উচিত, যার উপর ভিত্তি করে ২০২১-এ ক্ষমতায় আসতে পারে তারা- সেসব নিয়ে যেমন আলোচনা হবে, তেমনই ৪০ শতাংশ ভোট রক্ষা করার বিকল্প পন্থা নিয়েও অমিত শাহের সঙ্গে বৈঠকে আলোচনাও হতে পারে।

<strong>[আরও পড়ুন: 'কাশ্মীর ভারতের অংশ'! ভারতকে চ্যালেঞ্জ ছুঁড়তে গিয়ে মুখ ফস্কে বিপত্তি ঘটালেন পাক মন্ত্রী কুরেশি]</strong>[আরও পড়ুন: 'কাশ্মীর ভারতের অংশ'! ভারতকে চ্যালেঞ্জ ছুঁড়তে গিয়ে মুখ ফস্কে বিপত্তি ঘটালেন পাক মন্ত্রী কুরেশি]

[আরও পড়ুন:মুকুল-দিলীপদের পথ দেখাতে আসরে এবার অমিত, মিশন ২০২১-এ জরুরি তলব][আরও পড়ুন:মুকুল-দিলীপদের পথ দেখাতে আসরে এবার অমিত, মিশন ২০২১-এ জরুরি তলব]

English summary
Amit Shah will meets with Bengal BJP’s leadership to find alternative way. In mission 2021 BJP targets Bengal to defeat Mamata Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X