For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২১-এর লক্ষে অমিতের 'অনলাইন ব্রিগেড'! টার্গেট ছুঁতে থাকছে বিশেষ ব্যবস্থা

রবিবার বিহারের জন্য অনলাইন সভা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুদিন পরে তা করবেন বাংলার জন্য। করোনা সংক্রমণের মধ্যেই এগিয়ে আসছে ২০২১-এর নির্বাচন।

  • |
Google Oneindia Bengali News

রবিবার বিহারের জন্য অনলাইন সভা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুদিন পরে তা করবেন বাংলার জন্য। করোনা সংক্রমণের মধ্যেই এগিয়ে আসছে ২০২১-এর নির্বাচন। সেদিকে লক্ষ্য রেখে ফেসবুক, ইউটিউব হাতিয়ার বিজেপি। প্রযুক্তির ব্যবহারে এই সভা কোটি মানুষের কাছে পৌঁছে দিতে চায় রাজ্য বিজেপি।

রাজ্যে মিলল সোনার খনির সন্ধান! অবস্থান জানাল জিএসআইরাজ্যে মিলল সোনার খনির সন্ধান! অবস্থান জানাল জিএসআই

অমিত শাহের ভার্চুয়াল সভা

অমিত শাহের ভার্চুয়াল সভা

বিহার দিয়ে এদিন অমিত শাহ তাঁর ভার্চুয়াল সভা শুরু করেছেন। এদিন তিনি বলেছেন লএই সভা নির্বাচনী সভা নয়। করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সাধারণের মনোবল বাড়াতেই ভার্চুয়াল সভা। ৯ জুন পশ্চিমবঙ্গে জন্য এমনই এক সভা করবেন অমিত শাহ।

 বিজেপির টার্গেট ১ কোটি মানুষের কাছে পৌঁছনো

বিজেপির টার্গেট ১ কোটি মানুষের কাছে পৌঁছনো

৯ জুন অমিত শাহ বাংলার জন্য যে ভার্চুয়াল সভা করবেন, তাতে ১ কোটি মানুষের কাছে পৌঁছনোর টার্গেট রাখা হয়েছে বিজেপির তরফে। সামাজিক দূরত্ব বজায় রাখলেও, ২০২১-এর লক্ষে প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে রাজি নয় গেরুয়া বাহিনী। এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, এই বৈঠকের মাধ্যমে ৭৩ লক্ষ মানুষকে যুক্ত করা হবে।

সরাসরি ৭৮ হাজার বুথে সম্প্রচার

সরাসরি ৭৮ হাজার বুথে সম্প্রচার

বিজেপির তরফে জানানো হয়েছে অমিত শাহের ভার্চুয়াল সভার জন্য সব ধরনের গণমাধ্যমকে ব্যবহার করা হবে। বিজেপির অফিসিয়াল ওয়েবসাইট সহ ৭৮ হাজার বুথে এই ভার্চুয়াল সভার সরাসরি সম্প্রচার করা হবে।

বিজেপি সরকারের সাফল্যের পাশাপাশি থাকবে বাংলার সরকারের ব্যর্থতার প্রসঙ্গও

বিজেপি সরকারের সাফল্যের পাশাপাশি থাকবে বাংলার সরকারের ব্যর্থতার প্রসঙ্গও

সূত্রের খবর অনুযায়ী এই ভার্চুয়াল সভায় অমিত শাহ যেমন কেন্দ্রের বিজেপি সরকারের ছয়বছরের সাফল্যের খতিসান তুলে ধরতে চলেছেন, ঠিক তেমনই করোনা মোকাবিলা, আম্ফান, আইনশৃঙ্খলা নিয়ে ব্যর্থতার খতিয়ান তুলে ধরবেন।

প্রশ্ন করা যাবে অমিত শাহকে

প্রশ্ন করা যাবে অমিত শাহকে

ভার্চুয়াল সভা একতরফা হবে না। এই সভায় অমিত শাহকে প্রশ্ন করার সুযোগও থাকছে।

English summary
Amit Shah will hold vertual rally for Bengal on 9 June
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X