For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৩ জানুয়ারি সিউড়িতে সভা অমিত শাহের! অনুব্রত মণ্ডলের 'হেঁয়ালি' নিয়ে প্রশ্ন

বীরভূমের সিউড়িতে অমিত শাহের সভা ২৩ জানুয়ারি বুধবার বেলা ১২ টায়।

  • |
Google Oneindia Bengali News

বীরভূমের সিউড়িতে অমিত শাহের সভা ২৩ জানুয়ারি বুধবার বেলা ১২ টায়। কোনও সরকারি জমিতে সভা করার অনুমতি না পাওয়ায় সিউড়ি শহরের প্রান্তে ব্যক্তিগত কৃষিজমিতে অমিত শাহের সভা করা হবে। এজন্য জমির মালিকদের অনুমতিও পাওয়া গিয়েছে বলে বিজেপি সূত্রে খবর। যদিও এই সভা কতটা সুষ্ঠু ভাবে হবে, অনুব্রত মণ্ডলের হেঁয়ালিতে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

২৩ জানুয়ারি সিউড়িতে সভা অমিত শাহের! অনুব্রত মণ্ডলের হেঁয়ালি নিয়ে প্রশ্ন

শেষ পর্যন্ত সিউড়ি শহরের এক প্রান্তে কৃষিজমিতেই অমিত শাহের সভা হতে যাচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, ৩৫ বিঘা জমির একটা বড় অংশ জেলা বিজেপি সভাপতি রামকৃষ্ণ রায়ের। পাশের রয়েছে জাতীয় সড়ক। রামকৃষ্ণ রায় ছাড়াও জমি অন্য মালিকদের অনুমতি পাওয়ার পর জমি সমান করতে জেসিবি লাগানো হয়েছে।

রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, আপাতত ২২ জানুয়ারি মালদহে ১১ টায়, ২৩ জানুয়ারি ঝাড়গ্রামে ১০ টায়, ২৩ জানুয়ারি সিউড়িতে ১২ টায় অমিত শাহের সভা হবে।

২১ জানুয়ারি সিউড়িতে সভা হওয়ার কথা ছিল। কিন্তু সোয়াইন ফ্লুতে অসুস্থ হয়ে পড়ায় সূচিতে বদল করা হয়।

সূচি বদল হওয়ায় হাতে একটু সময় পাওয়া গেলেও সিউড়ি মাঠ পাওয়া নিয়ে প্রথমে সমস্যায় পড়ে বিজেপি নেতৃত্ব। একে একে সেচ কলোনির মাঠ, জেলা স্কুলের মাঠ, কোনওটির জন্যই প্রশাসনের তরফে অনুমতি পায়নি বিজেপি। শেষে ৬০ নম্বর জাতীয় সড় ঘেঁষা ব্যক্তিগত কৃষিজমি বেছে নেওয়া হয়। অনুমতি পাওয়ার পর মাঠ সমান করার কাজও শুরু হয়ে যায়।

যদিও এই মাঠে সভা নিয়ে হেঁয়ালি তৈরি করেছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এর আগে বীরভূমে অমিত শারে সভার জন্য নির্ধারিত মাঠে জল ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। তাই সিউড়ির সভা কতটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এখন সেটাই দেখার।

English summary
Amit Shah will hold Suri rally on 23rd January
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X