For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নজরে একুশের ভোট! এই সপ্তাহেই ফের রাজ্যে অমিত শাহ, জেনে নিন সফরসূচি

এই সপ্তাহেই ফের রাজ্যে অমিত শাহ, জেনে নিন সফরসূচি

  • |
Google Oneindia Bengali News

গত সপ্তাহের রাজ্যে এসেছিলেন বিজেপির (bjp) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (jp nadda)। তাঁর কনভয়ে হামলা নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। এবার রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit Shah)। তাঁর এই সফর এবারও দুদিনের।

১৯ ডিসেম্বর রাজ্যে আসছেন অমিত শাহ

১৯ ডিসেম্বর রাজ্যে আসছেন অমিত শাহ

জানা গিয়েছে, ১৯ নভেম্বর রাজ্যে আসছেন অমিত শাহ। সেদিন তিনি যাবেন মেদিনীপুরে। সেখানে তিনি কৃষকদের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি তিনি সাংগঠনিক বৈঠকও করবেন। ঝাড়গ্রাম, মেদিনীপুর, ঘাটাল, তমলুক ও কাঁথি সাংগঠনিক জেলার দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে বৈঠক করবেন। মেদিনীপুর শহরের স্পোর্টস কমপ্লেক্সে প্রথমে হবে সাংগঠনিক বৈঠক। পরে হবে কৃষক প্রতিনিধিদের নিয়ে বৈঠক।

কৃষকদের সঙ্গে বৈঠক নিয়ে জল্পনা

কৃষকদের সঙ্গে বৈঠক নিয়ে জল্পনা

দিল্লিতে দীর্ঘদিন ধরে চলছে কৃষকদের অবরোধ আন্দোলন, নতুন কৃষি আইনের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বিষয়টি নিয়ে বৈঠক করলেও, এখনও তা নিয়ে কোনও সমাধান সূত্র বেরোয়নি। সেই পরিস্থিতিতে মেদিনীপুরে কৃষক প্রতিনিধিদের নিয়ে বৈঠক যথেষ্টই তাৎপর্যপূর্ণ। জেলা বিজেপি সূত্রে জানা গিয়েছে, ভাগচাষী, আলুচাষী, প্রান্তিকচাষী এমন কী বড় চাষীদের সেই বৈঠকে ডাকা হয়েছে।

মেদিনীপুরে অমিত শাহের আরও কর্মসূচি

মেদিনীপুরে অমিত শাহের আরও কর্মসূচি

এছাড়াও মেদিনীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আরও কর্মসূচি রয়েছে। তিনি হবিবপুরে ক্ষুদিরাম বসুর স্মৃতি বিজড়িত তাঁর মাসির বাড়িতে যাবেন। তাঁর যাওয়ার কথা রয়েছে চূয়ার বিদ্রোহের স্মৃতি বিজড়িত কর্ণগড় মন্দিরেও। এই কর্ণগড় থেকে রানি শিরোমনির নেতৃত্বে বিদ্রোহ শুরু হয়েছিল।

 ২০ ডিসেম্বর যাবেন শান্তিনিকেতনে

২০ ডিসেম্বর যাবেন শান্তিনিকেতনে

২০ ডিসেম্বর শান্তিনিকেতনে যাওয়ার কথা রয়েছে অমিত শাহের। বোলপুরে র্যালি করে সভা করার কথা রয়েছে তাঁর। শান্তিনিকেতনের কেন্দ্রীয় মন্ত্রীকে বাউল ও সাঁওতালি নৃত্যের মাধ্যমে স্বাগত জানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

অমিত শাহের সফরসূচিতে রদবদল

অমিত শাহের সফরসূচিতে রদবদল

এর আগে জানা গিয়েছিলেন অমিত শাহ ১৯ ডিসেম্বর প্রথমেই যাবেন বনগাঁয়। সেখানকার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বারবার সিএএ লাগুর দাবি তুলছেন। এই পরিস্থিতি দিন কয়েক আগে সেখানে যান বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়। একান্তে শান্তনু ঠাকুরের সঙ্গে তিনি বেশ কিছুক্ষণ আলোচনা করেন।

নভেম্বরে রাজ্যে এসেছিলেন অমিত শাহ

নভেম্বরে রাজ্যে এসেছিলেন অমিত শাহ

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই রাজ্যে তাদের তৎপরতা বাড়িয়ে দিয়েছে। গতমাসের ৪ নভেম্বর সন্ধেয় কলকাতায় এসে ৫ ও ৬ নভেম্বর কলকাতায় সাংগঠনিক বৈঠক করেছিলেন অমিত শাহ। এরপর ছয় নভেম্বর তিনি ফিরেও গিয়েছিলেন। সেই সফরে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও আলাদা করে আলোচনা করেছিলেন তিনি।

কাল বাদ পরশু ভারত-অস্ট্রেলিয়া মহারণ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কে কোথায় দাঁড়িয়ে?কাল বাদ পরশু ভারত-অস্ট্রেলিয়া মহারণ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কে কোথায় দাঁড়িয়ে?

English summary
Amit Shah will come to West Bengal on 19th December
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X