রাজ্য থেকে মোদীর ভোটে লড়াইয়ের দাবি! অমিত শাহ কলকাতায় জানালেন সিদ্ধান্ত
রাজ্য থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লড়াইয়ের কোনও সম্ভাবনা নেই। মুকুল রায়কে পাশে বসিয়ে রাজ্য থেকে মোদীর লড়াইয়ের আলোচনায় দাড়ি টানলেন বিজেপির সভাপতি অমিত শাহ। শনিবার বুনিয়াদপুরের সভায় প্রধানমন্ত্রীর কাছে রাজ্য থেকে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানিয়েছিলেন মুকুল রায়।
তারপর থেকেই শুরু হয়েছিল জল্পনা।

শনিবার বুনিয়াদপুরের সভা থেকে পশ্চিমবঙ্গ থেকে নরেন্দ্র মোদীকে প্রার্থী হওয়ার আবেদন জানিয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেছিলেন, বাংলা থেকে লড়াই করুন, ফ্যাসিবাদী মমতার থেকে মুক্তি দিন। জহ্লাদ বাহিনীর থেকে রক্ষা করার আবেদন জানান তিনি।
[আরও পড়ুন: দিল্লির প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস! তালিকায় কোন কোন হেভিওয়েট, জেনে নিন]
দুদিন পরে সোমবার কলকাতায় সাংবাদিক সম্মলেন করেন বিজেপি সভাপতি অমিত শাহ। সেই সময় তাঁকে রাজ্য থেকে নরেন্দ্র মোদীর লড়াই করা নিয়ে প্রশ্ন করা হয়। অমিত শাহ বলেন, রাজ্য থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লড়াইয়ের কোনও সম্ভাবনা নেই। এই ঘোষণায় বাংলা থেকে মোদীর লড়াইয়ে
দাড়ি পড়ে গেল।
[আরও পড়ুন: তৃতীয় দফার ভোটের মুখে কড়া কমিশন! মমতার রাজ্যে বদল ৭ পুলিশ অফিসার]
[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের সমস্ত লেটেস্ট ছবি দেখতে হলে ক্লিক করুন]