For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের হাওয়া গরম করতে রাজ্যে অমিত শাহের ফের মেগা রোড শো! কোন পরিকল্পনায় বিজেপি

ভোটের হাওয়া গরম করতে রাজ্যে অমিত শাহের ফের মেগা রোড শো! কোন পরিকল্পনায় বিজেপি

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে ক্রমাগত দবদলের ঝড় প্রবল বেগে বইছে। চড়ছে বিজেপিতে যোগদানের ট্রেন্ড। তার মাঝেই সাম্প্রতিক সমীক্ষা বলছে, বাংলার মাটি ফের দখলে তৃণমূলই সমর্থ হবে। এমন এক পরিস্থিতিতে রাজ্য ভোট ময়দানের জমি পোক্ত করতে ফের বাংলায় আসছেন বিজেপির 'চাণক্য' অমিত শাহ।

রাজীবের জেলায় অমিত

রাজীবের জেলায় অমিত

প্রসঙ্গত, হাওড়ায় অমিত শাহের সফরের কর্মসূচি বহু আগে থেকেই ছিল। তবে তা বিভিন্ন সময় বদল হয়। পিছিয়ে যায় হাওড়া সফর। এদিকে, হাওড়ার বুকে দলের বিরুদ্ধে বহু আগে ক্ষোভ উগড়ে শিরোনাম কাড়েন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের হাওড়া জেলা কো অর্ডিনেটর রাজীব বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি দলীয় বৈঠকের পর দলের সঙ্গে আছেন , জানালেও রাজ্য মন্ত্রিসভায় তাঁর অনুপস্থিতি,সদ্য ফেসবুক লাইভ বহু জল্পনার জন্ম দিয়েছে। এদিকে, হাওড়ায় বৈশালী ডালমিয়া থেকে জটু লাহিড়িয়ারাও যেমন দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে খবরে আসেন, তেমনই লক্ষ্মীরতন শুক্লার পদত্যাগও বহু আলোচনার জন্ম দেয়। এমন এক পরিস্থিতিতে হাওড়ায় যাচ্ছেন অমিত শাহ।

হাওড়ায় অমিতের রোড শো থেকে সভা

হাওড়ায় অমিতের রোড শো থেকে সভা

বৃহস্পতিবার বিজেপির তরফে সাংসদ জ্যোতির্ময় মাহাতো জানান, ৩০ জানুয়ারির রাজ্য সফরে অমিত শাহ এসেই নদিয়া-বনগাঁ, হাওড়াও উলুবেড়িয়ায় সফর করবেন। এরমধ্যে উলুবেড়িয়ায় ৩১ জানুয়ারি মেগা রোড শো করবেন তিনি। তারপর ডুমুরজোলায় সভা করবেন তিনি। এর আগে রয়েছে তাঁর নদিয়া, বনগাঁ সফর।

যাচ্ছেন ইসকনে, হতে পারে রথযাত্রা!

যাচ্ছেন ইসকনে, হতে পারে রথযাত্রা!

শোনা যাচ্ছে বাংলায় বিজেপি রথযাত্রার আয়োজন করতে চলেছে। আর তা যদি পুলিশি অনুমতি পায় তাহলে অমিত শাহ রথযাত্রাতেও যোগ দিতে পারেন। এর আগে তাঁর নদিয়ায় ইসকনে যাওয়ার কথা রয়েছে। এছাড়াও মতুয়া অসন্তোষ মেটাতে বনগাঁও রয়েছে অমিত শাহের ফোকাসে।

মতুয়া ইস্যু ও শান্তনু ফ্যাক্টর

মতুয়া ইস্যু ও শান্তনু ফ্যাক্টর

এদিকে, মতুয়া ইস্যু নিয়ে জেরবার বঙ্গবিজেপি। কয়েকদিন আগেও এই ইস্যু নিয়ে সুর চড়িয়েছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। এর আগে তাঁকে যদিও দলের তরফে কিছুটা বোঝানো হয়, তারপরেও মতুয়াদের দাবি থেকে সরছেন না শান্তনু। এমন এক পরিস্থিতিতে বনগাঁর মাটি পোক্ত করতে সেখানে সফরে যাচ্ছেন অমিত শাহ। আর চাণক্যের হস্তক্ষেপে পরিস্থিতি শুধরে যাওয়ার আশায় বিজেপি।

১৯ ডিসেম্বর, অমিত শাহের মেগা সভা

১৯ ডিসেম্বর, অমিত শাহের মেগা সভা

১৯ ডিসেম্বর, অমিত শাহের মেগা ব়্যালি দেখেছিল মেদিনীপুর। যেখানে বাংলার রাজনীতিতে ঝড় তুলে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এরপর থেকে বাংলার রাজনীতিতে ভোটের হাওয়া আরও জোরদার হয়। এপর পরবর্তী কালে ফের বাংলায় পা রাখছেন শাহ। আর এই সফর ঘিরে রাজনীতি কোনদিকে মোড় নেয় তার দিকে সকলের চোখ।

 বিজেপির আদিবাসী ভোটব্যাঙ্ক ছিনিয়ে নিতে মমতা টানটান স্ট্র্যাটেজি নিয়ে ময়দানে! কিছু তথ্য একনজরে বিজেপির আদিবাসী ভোটব্যাঙ্ক ছিনিয়ে নিতে মমতা টানটান স্ট্র্যাটেজি নিয়ে ময়দানে! কিছু তথ্য একনজরে

English summary
Amit Shah to Visit BENGAL Iskcon and will go Howrah, Nadia, Bangaon in his upcoming tour
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X