For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার ডেরায় অমিত শাহ আসছেন দুর্গাপুজোয়! পুজো উদ্বোধন জমজমাট

মাঝে মাত্র আর কয়েক মাস। আর তার আগেই চরম তোড়জোড় শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো নিয়ে। প্রসঙ্গত, ২০১৯ লোকসভা নির্বাচনের পর থেকে বাংলার রাজনৈতিক আঙিনায় চাঞ্চল্য প্রবল।

  • |
Google Oneindia Bengali News

মাঝে মাত্র আর কয়েক মাস। আর তার আগেই চরম তোড়জোড় শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো নিয়ে। প্রসঙ্গত, ২০১৯ লোকসভা নির্বাচনের পর থেকে বাংলার রাজনৈতিক আঙিনায় চাঞ্চল্য প্রবল। এমন এক পরিস্থিতিতে দুর্গাপুজো ঘিরেও গেরুয়া বনাম সবুজের টানটান লড়াই শুরু হয়ে গিয়েছে বাংলার বুকে। আর তারই মধ্যে খবর, এবার কলকাতার বুকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকার পুজো উদ্বোধনে আসছেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপির 'চাণক্য' অমিত শাহ।

 অমিত শাহ ও কলকাতা

অমিত শাহ ও কলকাতা

সপ্তদশ লোকসভা নির্বাচনের আগে কলকাতায় মেগা প্রচারে আসেন অমিত শাহ। আর কলেজ স্ট্রিটে সেই প্রচারের মিছিল প্রবেশ করতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে কলকাতা। অমিত শাহের প্রচার ঘিরে রাজনৈতিক উত্তেজনা যেমন চরমে ওঠে, তেমনই বিজেপি বনাম তৃণমূল দ্বন্দ্বও একটা রাতের কলকাতায় একটা ভয়াবহ রূপ নিয়েছিল। আর সেই সমস্ত স্মৃতিকে পিছনে ফেলে এবার ফের কলকাতার বুকে আসছেন অমিত শাহ। লক্ষ্য দুর্গাপুজো উদ্বোধন।

কোন পুজোর উদ্বোধনে আসছেন অমিত শাহ!

কোন পুজোর উদ্বোধনে আসছেন অমিত শাহ!

৭৩ বছরের সংঘশ্রীর পুজো উদ্বোধনে এবার কলকাতায় পা রাখতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। প্রসঙ্গত, সংঘশ্রীর পুজো কমিটির প্রধান রাজ্যের বিজেপি নেতা সায়ন্তন বসু। বসিরহাটে বিজেপির এই লোকসভা ভোটের প্রার্থী সায়ন্তন বসুর উদ্যোগেই কলকাতার পুজো উদ্বোধনে আসছেন অমিত শাহ।

এককালে মমতা শিবিরের পুজোয় সায়ন্তনের থাবা!

এককালে মমতা শিবিরের পুজোয় সায়ন্তনের থাবা!

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে সংঘশ্রীর পুজো এতদিন পরিচালিত হয়েছে। তবে রাজনৈতিক পালা পরিবর্তনের সঙ্গে সঙ্গে দুর্গাপুজো ঘিরেও পট পরিবর্তন হতে দেখা গিয়েছে। আর তার হাত ধরেই এবার সংঘশ্রীর পুজোর প্রধান বিজেপির সায়ন্তন বসু। যদিও বিজেপির তরফে এই বিষয়টিকে রাজনীতির রঙের মধ্যে আনা হচ্ছে না।

English summary
Amit Shah to inaugurate Durga Puja In Kolkata at Mamata's locality .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X