হামলায় খোঁজ নিতে ফোন অমিত শাহের! পরবর্তী সময়ে প্রস্তুত হয়ে যাব,ভেঙে গুড়িয়ে দেব, হুঁশিয়ারি দিলীপের
দলের রাজ্য সভাপতির ওপর হামলার খবর পাওয়ার পরেই ফোন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কীভাবে হামলা, কারা আক্রমণ চালিয়েছে, তা নিয়ে খোঁজ নেন অমিত শাহ। দিলীপ ঘোষ জানিয়েছেন, তিনি অমিত শাহকে পুরো বিষয়টি জানিয়েছেন।

দিলীপ ঘোষের ওপর হামলার অভিযোগ
প্রাতর্ভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষের ওপর হামলার অভিযোগ। তাঁর গাড়িও ওপর হামলা হয়। তাঁকেও হেনস্থা করা হয় বলে অভিযো। বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে। যদিও তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

ফোন করে খোঁজ খবর নেন অমিত শাহ
হামলার খবর পাওয়ার পরে দিলীপ ঘোষকে ফোন করে খোঁজ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিলীপ ঘোষ নিজেই জানিয়েছেন, তাঁকে অমিত শাহ ফোন করেছিলেন। এই হামলার বপিছনে যে তৃণমূল কর্মীরা রয়েছেন, তা তিনি জানিয়েছেন।

স্বাভাবিক ব্যাপার, বললেন দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছেন, এটা স্বাভাবিক ব্যাপার। কেননা প্রতিদিনই রাজ্যের বিজেপি কর্মীদের ওপর এই ধরনের ঘটনা ঘটে।

তৃণমূলের বিরুদ্ধে বাড়ি বাড়ি গিয়ে হুমকির অভিযোগ
দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, গত তিনদিন ধরে তৃণমূলের লোকেরা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে এসেছে। তাঁর অভিযোগ, তৃণমূল কর্মীরা বলেছে দিলীপ ঘোষ আসছে, গণ্ডগোল করতে হবে। তাঁর অভিযোগ, ওই এলাকায় তৃণমূলের জমিদারতন্ত্র চলে।

দিলীপ ঘোষের হুঁশিয়ারি
এদিন এই ঘটনার পর দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আবারও চা খেতে যাব। সব ভেঙে গুড়িয়ে দেব। পরবর্তী সময়ে প্রস্তুত হয়ে যাওয়ার কথা বলেছেন তিনি। তাঁর আরও হুঁশিয়ারি এবার পাল্টা আক্রমণ হবে।

দীর্ঘ টালবাহানার পর শেষ পর্যন্ত আয়ুষমন্ত্রকের অনুমোদন পেল রামদেবের করোনিল!