For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রবি ঠাকুরের প্রাণের শান্তিনিকেতনে মাটির টানে শাহ! বাউল বাড়িতে সারলেন মধ্যাহ্নভোজ

রবি ঠাকুরের প্রাণের শান্তিনিকেতনে মাটির টানে শাহ! বাউল বাড়িতে সারলেন মধ্যাহ্নভোজ

Google Oneindia Bengali News

রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার মধ্যাহ্নভোজন সারলেন বাউল বাড়িতে। বাংলার মাটির সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক বোঝাতেই মেদিনীপুরে কৃষক পরিবারের পর বীরভূমের বোলপুরে বাউল বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন অমিত শাহ। আলু পোস্ত, মুগডাল, বেগুনভাজা, পালংশাক-সহযোগে তিনি গ্রাম বাংলার খাবারে খেলেন রবিবার দুপুরে। শেষ নলেনগুড়ের সন্দেশ আর পরমান্নে মিষ্টিমুখ করেন দেশের 'সেকেন্ডম্যান'।

বাউলের বাড়িতে মধ্যাহ্নভোজ করেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাউলের বাড়িতে মধ্যাহ্নভোজ করেন স্বরাষ্ট্রমন্ত্রী

শান্তিনিকেতনে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পর বোলপুরের রতনপল্লিতে বাউল শিল্পী বাসুদেবদাস বাউলের বাড়িতে মধ্যাহ্নভোজ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথমে তিনি শিল্পীর বাড়িতে শিবমন্দিরে পুজো দেন। রাঙামাটির বাউলের সুরও শোনেন তিনি। মধ্যাহ্নভোজের আগে বাড়ির উঠোনে বসে বাউল সঙ্গীতের আসর।

বাংলাদেশ ভবনে সরকারি অনুষ্ঠান থেকে বাউলের বাড়িতে

বাংলাদেশ ভবনে সরকারি অনুষ্ঠান থেকে বাউলের বাড়িতে

শান্তিনিকেতনের হেলিপ্যাডে নামার পর তাঁকে এদিন স্বাগত জানান বিজেপি নেতৃত্ব। সেখান থেকে তিনি চলে যান শান্তিনিকেতনের রবীন্দ্রনাথ ভবনে। গুরুদেব রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে তিনি উপাসনা গৃহে যান। আশ্রম ঘুরে দেখেন। সঙ্গীত ভবনে ছাত্রছাত্রীদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শোনার পর তিনি বাংলাদেশ ভবনে সরকারি অনুষ্ঠানে অংশ নেন।

শিবমন্দিরে পুজোর পর বাউলের সুরে মন ভরান অমিত

শিবমন্দিরে পুজোর পর বাউলের সুরে মন ভরান অমিত

বিশ্বভারতীর সমস্ত অনুষ্ঠান শেষ করেই তিনি বোলপুরে রতনপল্লিতে বাসুদেবদাস বাউলের বাড়িতে আসেন। গান শুনিয়ে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। তার আগে পুজো সারেন অমিত শাহ। মধ্যাহ্নভোজের সমস্ত প্রস্তুতি সারাই ছিল। বাউলবাড়িতে মধ্যাহ্নভোজ সেরে নেন তিনি তাঁর রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই।

বাউল-জায়ার নিজের হাতে রান্না স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য

বাউল-জায়ার নিজের হাতে রান্না স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য

রবিবার সকাল থেকেই বাসুদেবদাস বাউলের বাড়িতে সাজো সাজো রব। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন মধ্যাহ্নভোজে। ভাত-রুটির সঙ্গে বাঙালিয়ানা মতে তরিতরকারির আয়োজন ছিল সাধ্যমতো। বাজার সেরে ফেলেছিলেন সকালেই। বাউল-জায়া নিজে হাতে রান্না করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য। তাতে হাত লাগিয়েছেন পাশের বাড়ির গিন্নি-রাও।

একজন শুভেন্দুকে নিয়ে ২৫০ আসনের দাবি হাস্যকর, মমতার জনপ্রিয়তাই শক্তি তৃণমূলের’ একজন শুভেন্দুকে নিয়ে ২৫০ আসনের দাবি হাস্যকর, মমতার জনপ্রিয়তাই শক্তি তৃণমূলের’

English summary
Amit Shah takes lunch in Baul’s home in Shantiniketan of Rabindranath Tagore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X