For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাখির চোখ ২০২১ -এ বাংলার মসনদ! বিজেপির চাণক্য অমিত শাহে আগামী সপ্তাহেই তাক লাগাতে চলেছেন

  • |
Google Oneindia Bengali News

সামনেই হাইভোল্টেজ একাধিক রাজ্যের নির্বাচন। করোনা পরিস্থিতি যেখানে দেশের উদ্বেগ বাড়িয়ে চলেছে তার সঙ্গে সমস্ত পরিস্থিতি মানিয়ে নিয়েই এবার রাজনীতির ময়দানে নজর দিতে শুরু করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যে বাংলা তাঁকে ও তাঁর দলকে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে অভূতপূর্ব সাফল্যে এনে দিয়েছে, সেই রাজ্যকেই ফোকাসে রেখে এবার ঘুঁটি সাজাতে শুরু করলেন তিনি।

 নজরে বাংলা

নজরে বাংলা

পঞ্চম দফার লকডাউনের আনলক ওয়ান পর্যায় শুরু হয়েছে। ৮ জুন রাজ্যের বিভিন্ন পরিষেবা চালু হবে। আর সেই দিনই অমিত শাহ পশ্চিমবঙ্গের বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে সভা করবেন বলে খবর। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের জনসবার পরদিনই রয়েছে বিহার নির্বাচন ঘিরে অমিত শাহের হাইভোল্টেজ জনসভা।

কীভাবে হবে এই সভা?

কীভাবে হবে এই সভা?

জানা গিয়েছে,এই সভা মূলত ভার্চুয়াল পদ্ধতিতে হবে। ভিডিও কন্ফারেন্সিং এর মাধ্যমে অমিত শাহ দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে জনতার উদ্দেশে বক্তব্য রাখবেন। ভিডিও কন্ফারেন্সিং এ বাংলার বিভিন্ন অংশে বক্তব্য রাখবেন।

৮ জুন ঘিরে ব্যবস্থাপনা

৮ জুন ঘিরে ব্যবস্থাপনা

করোনার আবহে মানুষের কাছে পৌঁছতে ইন্টারনেটকেই মাধ্যম হিসাবে বেছে নিল বিজেপি। আর সেই কারণেই ভার্চুয়াল জনসভা। ৮ তারিখের এই সভার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাকে ৫ টি জোনে ভাগ করেছে বিজেপি। সেই বিভিন্ন জোন অনুযায়ী এই সভা চলবে বলে বিজেপি সূত্রের খবর।

 কতজনের 'ভার্চুয়াল' জমায়েতের আশা?

কতজনের 'ভার্চুয়াল' জমায়েতের আশা?

মনে করা হচ্ছে, প্রায় ১ হাজার কর্মী সমর্থক অমিত শাহের এই ভার্চুয়াল জমায়েতে অংশ নেবেন। এই সভায় অমিত শাহের ভাষণ রেকর্ড করা হবে। তারপর তা প্রচারের কাজে ব্যবহার করবে বিজেপি। ফলে , ২১ এরপ নির্বাচন ঘিরে রীতিমতো ঘুঁটি সাজাতে শুরু করেদিল গেরুয়া শিবির। এমনই বার্তা ওয়াকিবহালমহলের।

English summary
Amit Shah's virtual rally to take place eyeing for West Bengal polls 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X