For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা বিমানবন্দরে নেমেই সফরের সুর বাঁধলেন অমিত শাহ! সব জল্পনা কাটিয়ে হাজির রাহুল সিনহা

রাতেই বাংলার মাটিতে পা রেখে তিনদিনের পশ্চিমবঙ্গ সফরের সুর বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) । বৃহস্পতিবার সকালে তিনি বাঁকুড়ায় সাংগঠনিক সভায় যোগ দেবেন। বিকেলে তাঁর কলকাত

  • |
Google Oneindia Bengali News

রাতেই বাংলার মাটিতে পা রেখে তিনদিনের পশ্চিমবঙ্গ সফরের সুর বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) । বৃহস্পতিবার সকালে তিনি বাঁকুড়ায় সাংগঠনিক সভায় যোগ দেবেন। বিকেলে তাঁর কলকাতায় ফিরে আসার কথা রয়েছে। তাঁর পর্যালোচনার ভিত্তিতেই তৈরি হবে বিজেপির (bjp) আগামীদিনের রণনীতি।

কলকাতায় অমিত শাহ

কলকাতায় অমিত শাহ

বুধবার রাতে কলকাতায় এসেছেন অমিত শাহ। বিমানবন্দরে কিছুক্ষণ অপেক্ষার পর তিনি চলে যান রাজারহাটের হোটেলে। সেখানে রাত কাটানোর পর এবার সকালে হেলিকপ্টারে বাঁকুড়ায় যাচ্ছেন। বুধবার রাতে তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান বিজেপি কর্মী সমর্থকরা। ছিল লোকসংস্কৃতির ছোঁয়াও।

অমিত শাহের বৃহস্পতিবারের কর্মসূচি

অমিত শাহের বৃহস্পতিবারের কর্মসূচি

বৃহস্পতিবার সকালে অমিত শাহ হেলিকপ্টারে যাচ্ছেন বাঁকুড়া। বাঁকুড়ার রবীন্দ্র ভবনে রাঢ়বঙ্গের জেলার প্রতিনিধিদের নিয়ে সাংগঠনিক বৈঠক করবেন। তার আগে বাঁকুড়া-পুরুলিয়া রাজ্য সড়কে থাকা বীরসা মুণ্ডার মূর্তিতে মাল্যদান করবেন। আদিবাসী সমাজের কাছে বীরসা মুণ্ডা হলেন ভগবান। দুপুরে বাঁকুড়া বিধানসভার আম্বারঠোলের চতুরদিহি এলাকায় এক আদিবাসী পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন।

বাঁকুড়ায় সাজো সাজো রব

বাঁকুড়ায় সাজো সাজো রব

অমিত শাহের বাঁকুড়া সফর উপলক্ষে সাজো সাজো রব। সেখানকার প্রস্তুতি দেখে আসার পর আবার সেখানে যাচ্ছেন দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয়রা। বাঁকুড়ায় ইতিমধ্যে ঘাঁটি গেড়েছএন লকেট চট্টোপাধ্যায়ের মতো নেত্রীরা। বাঁকুড়া শহরের রবীন্দ্র ভবন থেকে চতুর্দিহি গ্রাম পর্যন্ত বিজেপির পতাকায় মুড়ে ফেলা হয়েছে।

জল্পনা কাটিয়ে হাজির রাহুল সিনহা

জল্পনা কাটিয়ে হাজির রাহুল সিনহা

বুধবার রাতে অমিত শাহকে বিমানবন্দরে স্বাগত জানাতে হাজির ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহাও। হাজির ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সহ সভাপতি মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয়। কিন্তু রাহুল সিনহার উপস্থিতি সবার নজর কেড়েছে। জাতীয় সম্পাদকে পদ থেকে অপসারণের পর রাহুল সিনহাকে দলের কোনও কর্মসূচিতে দেখা যায়নি। ঘরেই নিজেকে বন্দি করে রেখেছিলেন রাহুল সিনহা। বলেছিলেন তৃণমূলের নেতারা তাঁর সঙ্গে যোগযোগ করছেন। এরপর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে অরবিন্দ মেনন একাধিকাবার রাহুল সিনহার বাসভবনে যান।

কথা মদন ঘড়াইয়ের পরিবারের সঙ্গে

কথা মদন ঘড়াইয়ের পরিবারের সঙ্গে

অমিত শাহ বুধবার রাতেই বিমানবন্দর থেকে রাজারহাটের হোটেলে পৌঁছে কথা বলেন, পটাশপুরের মদন ঘড়াইয়ের পরিবারের সঙ্গে। পুলিশ হেফাজতে মদন ঘড়াইয়ের মৃত্যুর পর এসএসকেএম হাসপাতালে একবার ময়নাতদন্ত হয়। এরপর পরিবার ফের একবার ময়নাতদন্তের জন্য হাইকোর্টের কাছে আবেদন জানায়। হাইকোর্ট সেই আদেশ দিয়েছে। অমিত শাহ মদন ঘড়াইয়ের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁর এই সফরের সুর বেঁধে দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। ইতিমধ্যেই বিজেপির তরফে এই মৃত্যুকে হেফাজতে মৃত্যুর অভিযোগ করে ইস্যু করা হয়েছে। ২১ দিন ধরে আরজিকর হাসপাতালের মর্গে পড়ে রয়েছে মদন ঘড়াইয়ের দেহ। অমিত শাহ পরিবারকে সুবিচারের আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে। পরিবারের তরফ থেকে দেওয়া একটি আবেদনপত্র অমিত শাহের হাতে তুলে দেন অমিত শাহ। তিনি বলেছেন, কী করা যায় তিনি দেখছেন। পরে অমিত শাহ নিজেই টুইটে সাক্ষাতের কথা জানিয়েছেন।

English summary
Amit Shah reaches Kolkata to attend Bankura party meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X