For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে তৈরি হচ্ছে ‘টিম-বাংলা’! মিশন ২০২১-এর লক্ষ্যে বড় পদ পাচ্ছেন যে নেতারা

মিশন ২০২১-এর লক্ষ্যে বঙ্গ বিজেপিকে নতুন করে সাজাতে চলেছেন অমিত শাহ। ২০১৯ ইয়ার এন্ডিংয়ের আগেই বিজেপির নতুন টিম তৈরি হচ্ছে। বিজেপির অন্দরে রদবদল করেই এই নতুন টিম ২০২১-এর লক্ষ্যে ঝাঁপিয়ে পড়বে।

Google Oneindia Bengali News

মিশন ২০২১-এর লক্ষ্যে বঙ্গ বিজেপিকে নতুন করে সাজাতে চলেছেন চাণক্য অমিত শাহ। ২০১৯ ইয়ার এন্ডিংয়ের আগেই বিজেপির নতুন টিম তৈরি হচ্ছে। বিজেপির অন্দরে রদবদল করেই এই নতুন টিম ২০২১-এর লক্ষ্যে ঝাঁপিয়ে পড়বে। কে থাকবেন এই টিমে, কার পদোন্নতি হবে, সব পরিকল্পনা তৈরি। ডিসেম্বরেই বড়সড় রদবদল ঘটতে চলেছে।

বিজেপিতে আসন্ন রদবদল

বিজেপিতে আসন্ন রদবদল

বিজেপিতে আসন্ন রদবদলের তালিকা তৈরি হয়ে গিয়েছে। এই রদবদলের বাইরে থাকছে রাজ্য সভাপতি পদ। অর্থাৎ রাজ্য সভাপতি বদল হচ্ছে না। ২০২১ পর্যন্ত দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদেই থাকছেন। এই পরিবর্তনে পদোন্নতি হতে পারে মুকুল রায়, রন্তিদেব সেনগুপ্তদের।

মুকুল রায় পদ পেতে পারেন

মুকুল রায় পদ পেতে পারেন

বিজেপি সূত্রে জানা গিয়েছে, মুকুল রায় এতদিন পর পদ পেতে পারেন। তাঁকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক করা হতে পারে। তারপর তাঁকে বঙ্গ বিজেপির পর্যবেক্ষক করে আনা হতে পারে। সেইসঙ্গে রাজ্য বিজেপির সাংগঠনিক দায়িত্বে আনা হতে পারে সাংসদ স্বপন দাশগুপ্ত, বিধান কর, রন্তিদেব সেনগুপ্তকে।

বড় দায়িত্ব পাচ্ছেন যাঁরা

বড় দায়িত্ব পাচ্ছেন যাঁরা

আরএসএস নেতা জিষ্ণু বসুকে রাজ্য বিজেপির বড় দায়িত্বে আনা হতে পারে। তাঁকে কার্যকরী সভাপতি করা হতে পারে। আর সাংগঠনিক সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়কে কেন্দ্রীয় স্তরে বড় দায়িত্ব দেওয়া হতে পারে। রন্তিদেব সেনগুপ্তকে কার্যকরী সভাপতি করা হতে পারে। একই সঙ্গে স্বপন দাশগুপ্তের জন্য যে এক বড় পদ বরাদ্দ থাকছে তা স্পষ্ট।

দিলীপ-মুকুল-কৈলাশেই ভরসা

দিলীপ-মুকুল-কৈলাশেই ভরসা

উল্লেখ্য, কিছুদিন আগেই অমিত শাহ জানিয়েছিলেন ২০২১-এর আগে রাজ্যে বড়সড় পরিবর্তন না-পসন্দ। তিনি চান পুরনো টিমকে নিয়েই মিশন ২০২১ সফল করতে। পরে রদবদলের পরিকলপনা হলেও মূল দায়িত্বে রাখা হচ্ছে পুরনোদেরই। সেই দিলীপ-মুকুল-কৈলাশেও ভরসা রাখা হচ্ছে।

সংসদে ঝড় তোলার পর লকেটের সামনে নয়া দায়িত্ব! অমিত শাহের নেতৃত্বাধীন কোন কমিটিতে নেত্রী সংসদে ঝড় তোলার পর লকেটের সামনে নয়া দায়িত্ব! অমিত শাহের নেতৃত্বাধীন কোন কমিটিতে নেত্রী

English summary
Amit Shah plans to build team Bengal and changes in party post in target of 2021. He wants to build this team in 2019 ending
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X