For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্ষমতায় এলেই সুন্দরবনকে আলাদা জেলা করা হবে, বড়সড় ঘোষণা অমিত শাহ

বিজেপি ক্ষমতায় এলে সুন্দরবনকে আলাদা জেলা করা হবে। সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করতে সুন্দরবনের উন্নয়ন হবে। গোসাবায় দাঁড়িয়ে সুন্দরবনকে ঘিরে একগুচ্ছ ঘোষণার দাবি শাহের।

  • |
Google Oneindia Bengali News

বিজেপির নজরে বাংলা। ২১ বিধানসভা নির্বাচন মোদী-শাহের কাছে কার্যত প্রেস্টিজিয়াস ফাইট। বাংলা দখলে কার্যত গোটা টিম নামিয়ে ফেলেছে কেন্দ্রীয় নেতৃত্ব। ভোটের আগে কার্যত বাংলাকে বাড়ি বানিয়ে ফেলেছেন খোদ অমিত শাহ নিজে। একের পর এক সভা করে চলেছেন তিনি। সঙ্গে প্রতিশ্রুতির বন্যা। তেমনই আজ মঙ্গলবার গোসাবা থেকে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন অন্যদিকে সুন্দরবনকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

সুন্দরবন হবে পৃথক জেলা

সুন্দরবন হবে পৃথক জেলা

বাংলায় বিজেপি ক্ষমতায় আসলেই ঢেলে সাজানো হবে রাজ্যকে। পর্যটন থেকে সুন্দরবনের শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থাকে আমূল বদলে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি অমিত শাহের। একই সঙ্গে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই সুন্দরবনকে আলাদা জেলা ঘোষণা করা হবে। গোসাবাতে দাঁড়িয়ে নয়া প্রতিশ্রুতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। ২০২১-এ বাংলায় বিজেপি-কে জয় যুক্ত করলে, তার এক বছরের মধ্যেই সুন্দরবনকে পৃথক জেলা ঘোষণা করা হবে বলে রাজ্যবাসীকে প্রতিশ্রুতি দিলেন শাহ।

মমতাকে তীব্র আক্রমণ

মমতাকে তীব্র আক্রমণ

গোসাবাতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন অমিত শাহ। তাঁর দাবি, সুন্দরবনের জন্যে কিছু করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এতদিন সরকারে থেকে একটা ব্রিজ পর্যন্ত করা হয়নি। আর তাই সরকারে এলে সুন্দরবনকে অন্য মাত্রায় নিয়ে যাওয়া হবে। প্রতিশুতি শাহের। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, ''২০১৫, '১৬ এবং ১৯-এও দিদি বলেছিলেন, সুন্দরবনকে জেলা ঘোষণা করবেন। আপনারাই বলুন, আজ পর্যন্ত সুন্দরবন জেলার মর্যাদা পেয়েছে কি? আমি কথা দিচ্ছি, আপনারা শুধু বিজেপি-র মুখ্যমন্ত্রী নিয়ে আসুন। এক বছরের মধ্যে সুন্দরবনকে জেলা ঘোষণা করার কাজ সম্পূর্ণ করব আমরা!

পর্যটকদের আকর্ষণ করতে সুন্দরবনের উন্নয়ন হবে

পর্যটকদের আকর্ষণ করতে সুন্দরবনের উন্নয়ন হবে

অমিত শাহ বলেন, সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করতে সুন্দরবনের উন্নয়ন করা হবে। একেবারে ঢেলে সাজানো হবে বলে গোসাবাতে দাঁড়িয়ে কথা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে তিনি বলেন, মৎস্যজীবীদের ৩ লক্ষ টাকার বিমা করে দেওয়া হবে। ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র তৈরি করা হবে। বিজেপি যেখানে যা প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ করেছে। ঘরে ঘরে বিদ্যুৎ, বাথরুম, গ্যাস পৌঁছনোর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু দিদি ২৮২ প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার মধ্যে ৮২টাও পূরণ করেননি। দিদি জবাব দিন। জবাব তো উনি দিতে পারবেন না। তাই আপনার ভোট বাক্সে তার জবাব দিয়ে দেবেন।

সিট বানিয়ে তাদের জেলে পাঠানো হবে

সিট বানিয়ে তাদের জেলে পাঠানো হবে

এদিন গোসাবার সভা থেকে তীব্র আক্রমণ করেন অমিত শাহ। বলেন, আমফানের সময় মোদীজি টাকা দিয়েছিলেন। কিন্তু সেই টাকা আপনারা কি পেয়েছিলেন...? জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন অমিত শাহ। এরপরেই তিনি বলেন, বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পরেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। যারা সরকারের টাকা খেয়েছেন সিট বানিয়ে তাঁদের খুঁজে বার করা হবে। এবং জেলে পাঠানো হবে। বলেন, আমফানের ১০ হাজার কোটি কোথায় গেল? ভাইপো কোম্পানি সব টাকা খেয়ে নিয়েছে, অভিযোগ তাঁর। অন্যদিকে, সুন্দরবনের সঙ্গে দিদি অনেক অন্যায় করেছেন। এমনটাই মন্তব্য শাহের। তাঁর দাবি, আমরা ইস্তাহার প্রকাশ করেছি। তাতে বলা হয়েছে, সুন্দরবনের জন্য আলাদা উন্নয়ন পর্ষদ গঠন করব আমরা।

উন্নয়ন করা হবে গোসাবার

উন্নয়ন করা হবে গোসাবার

নেতাজি সুভাষচন্দ্র বসু যে বাংলায় ইংরেজদের পিছু হঠতে বাধ্য করেছিলেন, সেই বাংলা আজ তোলাবাজির বাংলায় পরিণত হয়েছে! গোসাবাতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন অমিত শাহ। এদিন অভিযোগ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এই গোসাবা বিধানসভা কলকাতার কাছাকাছি হলেও এখনও সে ভাবে উন্নয়ন হয়নি। বিশুদ্ধ পানীয় জল মেলে না। বিজেপি সরকার বানান, ২ বছরের মধ্যে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হবে। বিভিন্ন এলাকার মধ্যে সংযোগকারী সেতু তৈরি হবে, প্রতিশ্রুতি অমিত শাহের।

অনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফারঅনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফার

এনআরসি থেকে সিএএ ইস্যুতে অসমের জন্য বিজেপি ইস্তেহারে রাখল কোন চমক এনআরসি থেকে সিএএ ইস্যুতে অসমের জন্য বিজেপি ইস্তেহারে রাখল কোন চমক

English summary
amit shah meeting at sundarban
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X