বাঙালি ভাইবোনেদের মহালয়ার শুভেচ্ছা! মন ছুঁতে বাংলায় বার্তা দিলেন অমিত শাহ
মহালয়ার সকালে বাংলায় টুইট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ওই টুইটে তিনি বাংলার ভাইবোনেদের মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা এই টুইটকে বাঙালির মন ছুঁয়ে যাওয়া হিসেবে ব্যাখ্যা করেছেন। প্রসঙ্গত দিন দুয়ের আগে তর্পণ নিয়ে সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছে বিজেপি। বাগবাজার ঘাটে অনুমতি না নিয়ে তর্পণের জন্য মঞ্চ তৈরি করায় তা ভেঙে দেয় কলকাতা পুলিশ।

মহালয়ায় অমিত শাহের বাংলায় টুইট
এদিন সকালে করা টুইটে অমিত শাহ লিখেছেন, শুভ মহালয়ার প্রীতি ,শুভেচ্ছা আর অভিনন্দন জানাই আমার সারা বিশ্বের সকল বাঙালি ভাই-বোনদের । মা দুর্গার আশীর্বাদে সকলের জীবন হোক সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে পরিপূর্ণ।

পয়লা বৈশাখে বাংলায় টুইট করেছিলেন মোদী
তবে মোদী সরকারের শীর্ষমন্ত্রীদের বাংলায় টুইট এই প্রথম নয়। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পয়লা বৈশাখের দিন সকালে বাংলা টুইট করেছিলেন।

তৃণমূলকে জবাব
গত লোকসভা নির্বাচনের আগে থেকেই তৃণমূলের অভিযোগ বাইরে থেকে নেতা ভাড়া করে এনে বাংলা দখল করতে চাইছে বিজেপি। ২১ জুলাইয়ের ভার্চুয়াল সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন গুজরাত থেকে বাংলা চলবে না। অমিত শাহের এদিনের টুইটে হয়ত তারই জবাব দেওয়া হল।

বঙ্গ বিজেপির ব্যাখ্যা
বঙ্গ বিজেপির তরফে অমিত শাহের বাংলায় টুইটের ব্যাখ্যাও করা হয়েছে। তারা বলছেন, অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বিজেপির সভাপতি ছিলেন। ফলে সব ভাষার প্রতি তাঁর সমান অনুগ্রহ রয়েছে।

প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনকে 'জাতীয় বেকারত্ব দিবস' হিসাবে পালনের ডাক রাহুল গান্ধীর