For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরভকে নিয়ে অমিত শাহর ফোন কৈলাসকে! কী জানতে চাইলেন 'চাণক্য'

  • |
Google Oneindia Bengali News

সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন বেলার দিকে ফের একবার অসুস্থতা অনুভব করায় তাঁকে নিয়ে উদ্বেগ তৈরি হয়। এরপরই তাঁকে শহরের এক নামী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে একাধিক তথ্য সমানে আসতে শুরিু করেছে ইতিমধ্যেই। এদিকে, সৌরভকে নিয়ে সোজা দিল্লি থেকে ফোন এল কৌলাস বিজয়বর্গীয়র কাছে।

 সৌরভ ,বাংলার রাজনীতি ও অমিত শাহ

সৌরভ ,বাংলার রাজনীতি ও অমিত শাহ

প্রসঙ্গত, বাংলার রাজনীতিতে ২০২১ ভোটের আগে বারবার উঠে এসেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। সাম্প্রতিক এক সংবাদমাধ্যমের সমীক্ষায় সৌরভকে নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী হিসাবে সৌরভের নামের পক্ষে বহু শতাংশ ভোট আসতেও দেখা যায়। যদিও তার আগে থেকেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম নিয়ে একাধিক রাজনৈতিক শিবির সরগরম ছিল। বিজেপির তরফে দিলীপ ঘোষ এই নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেও গঙ্গোপাধ্যায় বাড়ির অন্দর মহল এই বিষয়ে খুব একটা কান দেয়নি।

 অসুস্থ সৌরভ, উডল্যান্ডস নয়, ভরতি অ্যাপোলোতে!

অসুস্থ সৌরভ, উডল্যান্ডস নয়, ভরতি অ্যাপোলোতে!

প্রসঙ্গত, এর আগেরবার সৌরভ গঙ্গোপাধ্যায় যখন অসুস্থ ছিলেন তখন তাঁকে ভর্তি করা হয় উডল্যান্ডসে। তবে এবার গঙ্গোপাধ্যায় পরিবার অ্যাপোলোকে বেছে নিয়েছে। সেখানে সৌরভের শরীরে স্টেন্ট বসানোর প্রক্রিয়া চলছে। এদিন তাঁর শরীররিক অস্বস্তি হওয়ার কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অমিত শাহের ফোন

অমিত শাহের ফোন

এদিকে সৌরভের হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানতে পেরে সোজা দিল্লি থেকে কৈলাস বিজয়বর্গীয়কে ফোন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি খোঁজ নেন সৌরভের শারীরিক অবস্থার বিষয়ে।

১৪২ নম্বর কেবিনে সৌরভ

১৪২ নম্বর কেবিনে সৌরভ

জানা গিয়েছে অ্যাপোলোতে ১৪২ নম্বর কেবিনে রয়েছেন সৌরভ। বৃহস্পতিবার তাঁর অ্যাঞ্জিওগ্রাম করা হবে। বিসিসিআই প্রেসিডেন্ট আপাতত রয়েছেন চিকিৎক আফতাব খান, সরোজ মণ্ডল ও সপ্তর্ষি বসুর তত্ত্বাবধানে। তিনি নিজে হেঁটেই হাসপাতালে প্রবেশ করেছেন। আর জানা গিয়েছে , তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

English summary
Amit Shah Inquires about Sourav ganguly's health
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X