For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় ২০১৯-এই পরিবর্তন! কত আসন বিজেপির দখলে আসবে, ইঙ্গিত অমিতের

মমতার রাজ্যের মানুষই এখন বিজেপিকে চাইছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আর বিজেপিকে আটকানোর ক্ষমতা নেই। বাংলায় রথযাত্রা হবে, গ্রাম-গঞ্জে ছড়িয়ে পড়বে বিজেপি।

Google Oneindia Bengali News

মমতার রাজ্যের মানুষই এখন বিজেপিকে চাইছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আর বিজেপিকে আটকানোর ক্ষমতা নেই। বাংলায় রথযাত্রা হবে, গ্রাম-গঞ্জে ছড়িয়ে পড়বে বিজেপি। আমি নিজে বাংলার গ্রামে গ্রামে যাব। রথযাত্রা স্থগিত হওয়ার পর বিজেপি সভাপতি অমিত শাহ বলেন, ২০১৯-এই পরিবর্তন নিশ্চিত পশ্চিমবঙ্গে।

বাংলায় পরিবর্তনের অমিত-বাণী

বাংলায় পরিবর্তনের অমিত-বাণী

অমিত শাহ বলেন, বাংলার জনতা পরিবর্তন চাইছে। জনতাই বিজেপিকে আনার চেষ্টা করছে বাংলার ক্ষমতায়। আমাদের বিশ্বাস সেই পরিবর্তন অবশ্যম্ভাবী। ২০১৯-এ অধিকাংশ আসন বিজেপিই জিতবে। উল্লেখ্য, এর আগে বাংলায় ২২টি আসনে জয়ের টার্গেট রেখেছিল বিজেপি। এখন রথযাত্রায় বাধা পেয়ে অমিত শাহ বলছেন, অধিকাংশই বিজেপি জিতবে।

২০১৯ থেকেই পরিবর্তনের সূচনা

২০১৯ থেকেই পরিবর্তনের সূচনা

২০১৯-এর লোকসভা নির্বাচন থেকেই বাংলায় পরিবর্তনের সূচিত হবে, এ ব্যাপারে নিশ্চিত বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি বলেন, তৃণমূলের আমলে জঙ্গিরাজ চলছে রাজ্যে। মাফিয়াদের রমরমা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রীরাই এই মাফিয়ারাজ চালাচ্ছে বলে অভিযোগ তাঁর। তাই পশ্চিমবঙ্গ থেকে মাফিয়ারাজের অবসান ঘটাতে তৎপর বাংলার মানুষ।

বিজেপিকে ভয় পেয়েছেন মমতা

বিজেপিকে ভয় পেয়েছেন মমতা

অমিত শাহের কথায়, পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই বিজেপিকে ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিজেপিকে ভয়ে পেতে শুরু করার পরই যেনতেন প্রকারে বিজেপিকে আটকানোর চেষ্টা চলছে। বিজেপির রথ আটকানোর চেষ্টা করা হচ্ছে রাজ্য প্রশাসনকে কাজে লাগিয়ে। প্রশাসন জঙ্গিকলাপ ঠেকাতে পারছে না, তারা এখন বিজেপিকে আটকানোর চেষ্টায় ব্যস্ত।

অমিতের তোপে মমতার সরকার

অমিতের তোপে মমতার সরকার

অমিত শাহ এদিন স্পষ্ট করে দেন রথ বের হবেই। আমিই সেই রথের সূচনা করব। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের ক্ষমতা নেই আমাদের আটকানোর। মমতার সরকারের আমলে রাজনৈতিক হত্যায় পশ্চিমবঙ্গ সবথেকে এগিয়ে রয়েছে। রাজ্যে অপশাসন চালাচ্ছে তৃণমূল। বাংলায় তোষণের রাজনীতি চলছে। তা থেকে বাংলাকে রক্ষা করতেই হবে।

[আরও পড়ুন: মমতা জঙ্গিদের ঠেকাতে ব্যর্থ, বিজেপিকে আটকাচ্ছে! অনিবার্য পতনের ডাক অমিতের][আরও পড়ুন: মমতা জঙ্গিদের ঠেকাতে ব্যর্থ, বিজেপিকে আটকাচ্ছে! অনিবার্য পতনের ডাক অমিতের]

English summary
BJP President Amit Shah indicates how many seats BJP will get in Loksabha from Bengal. Amit Shah says the change in West Bengal is inevitably,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X