For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার পাঁচ দফা ভোটে কত আসন পেতে চলেছে বিজেপি, ইঙ্গিত অমিত শাহের

বাংলায় ইতিমধ্যে পাঁচ দফা নির্বাচন সারা হয়ে গিয়েছে। ২৯৪টির মধ্যে ১৮০ টি আসনে ভোট পর্ব সম্পূর্ণ। রবিবার জামালপুরের জনসভা থেকে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

Google Oneindia Bengali News

বাংলায় ইতিমধ্যে পাঁচ দফা নির্বাচন সারা হয়ে গিয়েছে। ২৯৪টির মধ্যে ১৮০ টি আসনে ভোট পর্ব সম্পূর্ণ। রবিবার জামালপুরের জনসভা থেকে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, দিদির গুন্ডারা কিছু করতে পারেনি এই পাঁচ দফায়। তাই দিদি হতাশায় ভুগছেন।

পাঁচ দফায় অন্তত ১২২ আসন পাবে বিজেপি

পাঁচ দফায় অন্তত ১২২ আসন পাবে বিজেপি

অমিত শাহ বলেন, বাংলায় এবার বিজেপির সরকার আসছে। বাংলায় পরিবর্তন অবশ্যম্ভাবী। বিগত পাঁচ দফা নির্বাচন তা প্রায় নিশ্চিত করে দিয়েছে। এই পাঁচ দফায় অন্তত ১২২ আসন পাবে বিজেপি। এখন পর্যন্ত ১৮০ আসনের ভোট হয়েছে। তার দুই তৃতীয়াংশ আসনই বিজেপির দখলে যাবে বলে মনে করছেন অমিত শাহ।

বিজেপি তাদের টার্গেট ২০০ আসন পূরণ করবে

বিজেপি তাদের টার্গেট ২০০ আসন পূরণ করবে

এর আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও দাবি করেছিলেন, বিজেপি ১৮০-র মধ্যে ১২৫ আসন পাবে। অমিত শাহ বললেন আর একটু কম অর্থাৎ ১২২। বাংলায় এখনও তিন দফা নির্বাচন বাকি। সেই তিন দফা মিলিয়ে বিজেপি তাদের টার্গেট ২০০ আসন পূরণ করবে বলেই মনে করছেন অমিত শাহ ও দিলীপ ঘোষ উভয়েই।

বিজেপি ক্ষমতায় এলে মডেল চেঞ্জ হয়ে যাবে

বিজেপি ক্ষমতায় এলে মডেল চেঞ্জ হয়ে যাবে

অমিত শাহ বলেন, বাংলায় নতুন মডেল চালু করেছে রাজ্য সরকার। বোমা-গুলি-বন্দুকের জোরে সরকার চলছে। কিন্তু এই মডেল চলবে না। বিজেপি ক্ষমতায় এলে মডেল চেঞ্জ হয়ে যাবে। ক্ষমতায় এলে উন্নয়ন হবে, সোনার বাংলায় তৈরি হবে। আর বাংলায় মুখ্যমন্ত্রী হবেন ভূমিপুত্রই।

যত বড় নেতা, তার বিদায় যেন তত বড় হয়

যত বড় নেতা, তার বিদায় যেন তত বড় হয়

এদিন নন্দীগ্রাম বিধানসভার ভোটের ফলাফল নিয়েও ভবিষ্যদ্বাণী করেন অমিত শাহ। তিনি বলেন, ওই কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের হার নিশ্চিত। ওখান থেকে শুভেন্দু অধিকারীই জিতছেন। তিনি বলেন, যত বড় নেতা, তার বিদায় যেন তত বড় হয়। দিদির হারের ব্যবধান যেন অনেক বেশি হয়।

মমতা দিদির গলায় সুরও বদলে গিয়েছে

মমতা দিদির গলায় সুরও বদলে গিয়েছে

মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের চোট নিয়ে কটাক্ষ করে অমিত শাহ বলেন, ২ মে-র আগে দিদির পায়ের চোট ঠিক হতে হবে। যাতে তিনি নিজের পায়ে হেঁটে ইস্তফা দিতে পারেন। পাঁচ দফা ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায় ঘাবড়ে গিয়েছেন। মমতা দিদির গলায় সুরও বদলে গিয়েছে। তিনি বুঝতে পারছেন, এবার হারছেন।

English summary
Amit Shah indicates how many seats BJP will get in West Bengal up to fifth phase election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X