মোদী সরকারের সাফল্যের বর্ণনা! ভুল করে বোমা বানানোর হিসেব দিয়ে ফেলবেন না, মমতাকে কটাক্ষ অমিতের
বিহার, ওড়িশার পর করোনা আবহে পশ্চিমবঙ্গের জন্য ভার্চুয়াল সভা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথমেই তিনি বাংলার মাটিতে প্রণাম জানান। পাশাপাশি করোনা ও ঝড়ে মৃতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। মোদী সরকারের সাফল্যের বর্ণনা দিতে গিয়ে তিনি মমতার সরকারকে কটাক্ষ করেন।

মোদী সরকারের সাফল্যের বর্ণনা
গত ছয় বছরে মোদী সরকারের সাফল্যের বর্ণনা দিতে গিয়ে অমিত শাহ প্রথমেই জনধন প্রকল্পের কথা উল্লেখ করেন। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে এই ধরনের ৫১ কোটি অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি আয়ুষ্মাণ ভারত প্রকল্প, কৃষকদের জন্য প্রকল্পের কথা উল্লেখ করেন। এছাড়াও তিনি তিন তালাক, ৩৭০ ধারা বিলোপ, সিএএ-র কথাও বিশেষভাবে উল্লেখ করেন। তারা তালিকায় ছিল পুলওয়ামায় জঙ্গি হামলার পরে আকাশপথে ভারতের পাল্টা হামলার কথা।

মমতাকে চ্যালেঞ্জ
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, কালই সাংবাদিক সম্মেলন করে ১০ বছরের সাফল্যের খতিয়ান দিন। কটাক্ষ করে তিনি বলেন ভুল করে বোমা বানানোর হিসেব দিয়ে ফেলবেন না। বেকারত্বের হিসেব দিয়ে ফেলবেন না।

বাংলার মাটিকে প্রণাম
ভাষণের শুরুতেই বাংলার মাটিকে প্রণাম জানান অমিত শাহ। এরপর একে একে মনীষীদের নাম উল্লেখ করেন অমিত শাহ। তাঁর মুখে যেমন রামকৃষ্ণ, বিবেকানন্দ, সূর্য সেন, বঙ্কিমচন্দ্রের নাম এসেছে, ঠিক তেমনই হরিচাঁদ গুরুচাঁদ, শ্যামাপ্রসাদের নামও এসেছে।

যে সব কর্মী বলিদান দিয়েছেন, তাঁদের পরিবারকে সমবেদনা
অমিত শাহ অভিযোগ করেছেন, দেশের মধ্যে সব থেকে বেশি রাজনৈতিক হিংসা পশ্চিমবঙ্গে। এই হিংসায় ১০০-র বেশি বিজেপি কর্মী সমর্থক খুন হয়েছেন। দলের যেসব কর্মী সমর্থক বলিদান দিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন অমিত শাহ। তিনি বলেছেন, কর্মীদের বলিদানকে শ্রদ্ধা জানাই।

করোনা মোকাবিলায় রাজ্যে নতুন স্বাস্থ্যমন্ত্রী নিয়োগের দাবি, মুখ্যমন্ত্রীকে চিঠি বিজেপির