For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনআরসির আগেই নাগরিকত্ব বিল আনা হবে, মমতাকে অতীত স্মরণ করালেন অমিত শাহ

যে অনুপ্রবেশকারীদের হঠানোর দাবিতে লোকসভার স্পিকারের মুখে ফাইল ছুড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই অনুপ্রবেশকারীরাই এখন তাঁর প্রধান ভোটব্যাঙ্ক।

  • |
Google Oneindia Bengali News

যে অনুপ্রবেশকারীদের হঠানোর দাবিতে লোকসভার স্পিকারের মুখে ফাইল ছুড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই অনুপ্রবেশকারীরাই এখন তাঁর প্রধান ভোটব্যাঙ্ক। কলকাতায় এসে এনআরসি নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীত স্মরণ করিয়ে খোঁচা দিলেন অমিত শাহ। বিজেপি সভাপতি বলেন, এনআরসি নিয়ে মিথ্যাচার করছেন মমতা। উসকানি দিচ্ছেন মানুষকে।

এনআরসি নিয়ে অমিত শাহ

এনআরসি নিয়ে অমিত শাহ

বাংলায় এনআরসি নিয়ে অমিত শাহ সত্যি কথা বলতে এসেছেন বলে দাবি করেন। তারপর বলেন, কোনও অবস্থাতেই অনুপ্রবেশকারীদের বাংলায় স্থান দেওয়া হবে না। সমস্ত হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। নাগরিকত্ব দেওয়া হবে বৌদ্ধ, জৈন, খ্রিস্টানদেরও। তাঁর টার্গেট য়ে শুধু মুসলিম অনু্প্রবেশকারীদের দিকেই তা বুঝিয়ে দেন অমিত শাহ।

অনুপ্রবেশকারীদের কোনও ঠাঁই নেই

অনুপ্রবেশকারীদের কোনও ঠাঁই নেই

তিনি এদিন স্পষ্ট করে দেন কোনও শরণার্থীকেই দেশ ছাড়তে হবে না। তবে অনুপ্রবেশকারীদের কোনও ঠাঁই নেই ভারতে। একজন অনুপ্রবেশকারীকেও তাঁরা দেশে থাকতে দেবেন না। তিনি এদিন বলেন, নাগরিকত্ব বিল পাসে তৃণমূল কংগ্রেস বাধা দিচ্ছে। সংবেদনশীল ব্যাপারে উসকানি দিচ্ছে মমতা। হিন্দু শরণার্থীদের অভিাশাপই তাঁকে ডুবিয়ে ছাড়বে।

এনআরসির আগেই নাগরিকত্ব বিল

এনআরসির আগেই নাগরিকত্ব বিল

অমিত শাহর বলেন, এনআরসির আগেই নাগরিকত্ব বিল আনবেন তাঁরা। ভারের যত হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান রয়েছেন- তাঁরা সবাই নাগরিকত্ব পাবেন। নাগরিকত্ব প্রদানে তাঁরা শুধু ভোটাধিকারই পাবেন না, আগামী দিনে প্রধানমন্ত্রীও হতে পারবেন শরণার্থীরা।

স্পিকারের মুখে ফাইল ছুড়েছিলেন মমতা

স্পিকারের মুখে ফাইল ছুড়েছিলেন মমতা

এদিন মমতা বন্দ্যোপধ্যায়ের অতীত মনে করিয়ে তিনি বলেন, মমতা যখন বিরোধী ছিলেন তখন অনুপ্রবেশকারী ইস্যুতে সংসদ চলতে দেননি। স্পিকারের মুখে ফাইল ছুড়েছিলেন। আসলে তখন অনুপ্রবেশকারীরা বামেদের ভোটব্যাঙ্ক ছিল, এখন তারা তৃণমূলের ভোটব্যাঙ্ক হওয়াতেই ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দেশের নিরাপত্তা সুনিশ্চত করা জরুরি

দেশের নিরাপত্তা সুনিশ্চত করা জরুরি

অমিত বলেন, মমতা যতই বিরোধিতা করুন, এনআরসি হবেই। আমরা অনুপ্রবেশকারীদের ঢুকতে দেব না, শরণার্থীদেরও দেশ থেকে তাড়াতে দেব না। আমরা দেশের নিরাপত্তার স্বার্থেই এই কাজ করছি। আমাদের কাছে দেশ সবার আগে। দেশের নিরাপত্তা সুনিশ্চত করা জরুরি। তাই জরুরি এনআরসি। দেশের সুরক্ষার স্বার্থেই অনুপ্রবেশকারীদের তাড়ানো জরুরি।

<strong>[ একবার সুযোগ দিন, সোনার বাংলা ফিরিয়ে দেব! ফের মোদী-সরকারের ডাক অমিতের]</strong>[ একবার সুযোগ দিন, সোনার বাংলা ফিরিয়ে দেব! ফের মোদী-সরকারের ডাক অমিতের]

[ একুশে মোদীর নেতৃত্বে বাংলায় সরকার, মমতার বিদায়-ঘণ্টা বাজিয়ে দিয়ে গেলেন শাহ ][ একুশে মোদীর নেতৃত্বে বাংলায় সরকার, মমতার বিদায়-ঘণ্টা বাজিয়ে দিয়ে গেলেন শাহ ]

English summary
Amit Shah gives message of NRC and remembers past of Mamata Banerjee. He gives message to Mamata Banerjee on file issue in parliament,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X