For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার ভোটে প্রধান ইস্যু এনআরসি, মমতাকে ২০২১-এর চ্যালেঞ্জ ছুড়লেন অমিত শাহ

২০২১-এর বিধানসভা নির্বাচনে এবার ইস্যু হবে এনআরসি। সর্বভারতীয় চ্যানেলের সাক্ষাৎকারে বাংলায় বিজেপির জয় নিশ্চিত জানিয়েই তিনি এনআরসি তোপ দাগলেন আবার।

  • |
Google Oneindia Bengali News

২০২১-এর বিধানসভা নির্বাচনে এবার ইস্যু হবে এনআরসি। সর্বভারতীয় চ্যানেলের সাক্ষাৎকারে বাংলায় বিজেপির জয় নিশ্চিত জানিয়েই তিনি এনআরসি তোপ দাগলেন আবার। তিনি সাফ জানালেন, বাংলায় সরকার গঠন করবে বিজেপি। আর আমরা প্রথমে রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাস করাবো এবং তারপর পশ্চিমবঙ্গে এনআরসি বাস্তবায়ন হবে।

মমতাকে একহাত অমিতের

মমতাকে একহাত অমিতের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে শাহ বলেন, দিদি বলেছেন তিনি এনআরসিকে অনুমতি দেবেন না। তবে আমরা এই রেজিস্টারের মাধ্যমে ভারত থেকে আসা সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়িয়ে ছাড়ব। উত্তর-পূর্বের অসমে এনআরসি বাস্তবায়নের পর বিজেপি স্পষ্ট জানিয়ে দিয়েছে অন্যান্য রাজ্যেও প্রসারিত হবে এনআরসি।

এনআরসির রোডম্যাপ এবং বাস্তবায়ন প্রসঙ্গে

এনআরসির রোডম্যাপ এবং বাস্তবায়ন প্রসঙ্গে

এনআরসির রোডম্যাপ এবং বাস্তবায়ন প্রসঙ্গে শাহ বলেন, ২০২৪ সালের আগে সারা দেশে এটি বাস্তবায়ন করা হবে। এটি একটি আইনি প্রক্রিয়া, ফলে তা অনুসরণ করা হবে। তিনি বলেন, ত্রুটিপূর্ণ এনআরসি করার বিষয়টিতে গুরুত্ব দেবে সরকার। এখন এই প্রক্রিয়া নিয়ে বিস্তারিত কিছু বলা উচিত হবে না।

নির্বাচনে এনআরসি অন্যতম প্রধান ইস্যু

নির্বাচনে এনআরসি অন্যতম প্রধান ইস্যু

রাজ্য বিধানসভা নির্বাচনে এনআরসি অন্যতম প্রধান ইস্যু হবে বলে তিনি নিশ্চিত। বিজেপি প্রধান বলেন, গত নির্বাচনে অর্থাৎ লোকসভা ভোটেও এনআরসি একটি ইস্যু ছিল। ভবিষ্যতেও হবে। বাংলায় আমাদের সাফল্যের পেছনে এনআরসিই অন্যতম কারণ ছিল বলে তাঁর অভিমত।

মমতার সংসদের স্মৃতি উসকে খোঁচা

মমতার সংসদের স্মৃতি উসকে খোঁচা

কলকাতায় এসে অমিত শাহ এনআরসি বিষয়ক সভায় বলে যান, মমতা দিদিই ২০০৫ সালের বাম শাসনের সময় সংসদে অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছিলেন। তখন তিনি অভিযোগ করেন, সিপিআইএম অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে। এখন কি হল? কেন তিনি এর বিরোধিতা করছেন?

অনুপ্রবেশকারীরা ভোট ব্যাংক হয়ে গেছে টিএমসির

অনুপ্রবেশকারীরা ভোট ব্যাংক হয়ে গেছে টিএমসির

অমিত শাহ বলেন, তিনি এর বিরোধিতা করছেন কারণ এখন এই অনুপ্রবেশকারীরা তার ভোট ব্যাংক হয়ে গেছে। মমতা দিদি এনআরসি-কে না বলছে এবং আমরা এটিকে হ্যাঁ বলছি। আমরা সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীকে বাছাই করে তাদের বাইরে ফেলে দেব। আমরা অবৈধভাবে ভারতে প্রবেশ করা লোকদের বোঝা নিতে পারব না।

এনআরসি কারযকর হবে না বাংলায়

এনআরসি কারযকর হবে না বাংলায়

এদিকে, তৃণমূল কংগ্রেস এনআরসি-র বিরোধী অবস্থান নিয়ে একটি বিবৃতি জারি করে বলেছে, এই বিষয়ে সুপ্রিম কোর্টের কোনও সিদ্ধান্ত না আসায় বাংলায় এনআরসি কার্যকর হবে না। এনআরসি বাংলায় হবে না। প্রচণ্ড প্রতিরোধ হবে। অসমের মতো নয়, বাংলায় এনআরসি বাস্তবায়নের জন্য কেন্দ্রের সঙ্গে কোনও সিদ্ধান্ত বা চুক্তি নেই। আমরা জানি না অমিত শাহ কীভাবে বাংলার এনআরসি করবেন বলছেন। আমরা এর চরম বিরোধিতা করব। সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তীও বলেন, বাংলার মানুষ এটি হতে দেবে না। আমরা এটি হতে দেব না।

বিজেপির জয় নিয়ে সন্দেহ দূর ১৮ আসনে জেতায়! একুশের টার্গেট দিয়ে দিলেন অমিত বিজেপির জয় নিয়ে সন্দেহ দূর ১৮ আসনে জেতায়! একুশের টার্গেট দিয়ে দিলেন অমিত

English summary
Amit Shah gives Challenge to Mamata Banerjee on NRC applied in Bengal. He says NRC will be important election issue of Bengal,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X