For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় পদ্ম ফোটানোর স্বপ্ন অমিতের! তবু লোকসভার লক্ষ্যপূরণে পিছিয়েই চলেছে সফর

বাংলার বুকে পদ্ম ফুটিয়েই ছাড়বেন তিনি, দিল্লিতে দুদিনের জাতীয় কর্মসমিতির বৈঠক থেকেই হুঙ্কার ছেড়েছিলেন অমিত শাহ। বার্তা দিয়েছিলেন, বাংলাতে ঢোকার সমস্ত প্রস্তুতি সারা হয়ে গিয়েছে বিজেপির।

  • |
Google Oneindia Bengali News

বাংলার বুকে পদ্ম ফুটিয়েই ছাড়বেন তিনি, দিল্লিতে দুদিনের জাতীয় কর্মসমিতির বৈঠক থেকেই হুঙ্কার ছেড়েছিলেন অমিত শাহ। বার্তা দিয়েছিলেন, বাংলাতে ঢোকার সমস্ত প্রস্তুতি সারা হয়ে গিয়েছে বিজেপির। বাংলায় তারা টার্গেট পূরণ করেই ছাড়বেন। এই হুঙ্কার ছাড়ার পরও তাঁর বাংলা সফর স্থগিত হয়ে গেল ফের।

বাংলায় পদ্ম ফোটানোর স্বপ্ন অমিতের! তবু পিছিয়েই চলেছে সফর

অমিত শাহ বুধবার বাংলা সফরে আসবেন, এমন সিদ্ধান্ত জানিয়েছিলেন। কিন্তু এখন তাঁর রথের চাকা আটকে রয়েছে। সুপ্রিম কোর্টে বিজেপির রথাযাত্রা মামলার শুনানির পরই ফের স্থির হবে অমিত শাহের বাংলা সফর। পরিস্থিতি যা ১৯ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেডের আসে বিজেপির সর্বভারতীয় সভাপতির কলকাতায় আসার সম্ভাবনা ক্ষীণ।

বাংলায় রথযাত্রা সূচনা করার কথা ছিল তাঁর। কিন্তু রথযাত্রার অনুমতি না পেয়ে বিজেপিকে ছুটতে হয় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে এই মামলার শুনানি ১৫ জানুয়ারি। সেই শুনানির পরই সিদ্ধান্ত নেবে বিজেপি। উল্লেখ্য, বুধবার শিলিগুড়িতে আসার কথা ছিল অমিত শাহের। সেখানে তাঁরা দলীয় নেতা-কর্মীদের নিয়ে বৈঠকের কথা ছিল।

২০১৪-য় প্রবল মোদী হাওয়াতে ভর করেও বাংলায় মাত্র দুটি আসনে জয়ী হয়েছিল বিজেপি। এবার সেই হাওয়া অনেকটাই স্তিমিত। সেই কারণেই গেরুয়া ঝড় তুলতে বিজেপি রথযাত্রা করার উদ্যোগ নিয়েছিল। কিন্তু রথযাত্রার অনুমতি নিয়ে আইনি লড়াই জাঁতাকলে বিজেপির সমস্ত পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে।

English summary
Amit Shah doesn’t come in West Bengal on 16th January. He will come in Bengal after Supreme Court hearing on Rath Yatra.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X