For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানোই মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র নীতি! তীব্র কটাক্ষ শাহের

ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানোই মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র নীতি! তীব্র কটাক্ষ শাহের

Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি নিয়ে প্রশ্ন তুলে দিলেন অমিত শাহ। রবিবার হাওড়ার ডুমুরজলা ময়দানে ভার্চুয়ালি উপস্থিত হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই নীতি, তা হল- ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানো। বাংলার মানুষ সেই স্বপ্ন পূরণ করতে দেবেন না। কেননা তাঁরা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন।

নতুন সোনার বাংলা তৈরি করবে বিজেপি

নতুন সোনার বাংলা তৈরি করবে বিজেপি

অমিত শাহের কথায়, বাংলায় নরেন্দ্র মোদীর নেতৃত্বে সোনার বাংলার স্বপ্ন পূরণ হবে। যাঁরা যোগ দিয়েছেন তাঁদের সহযোগিতায় এক নতুন সোনার বাংলা তৈরি করবে বিজেপি। ১০ বছর আগে বাংলায় পরিবর্তনের যে জোয়ার এসেছিল, আবার সেই পরিস্থিতি তৈরি হয়েছে। এবার বাংলায় প্রকৃত পরিবর্তন হবে। তা করবে বিজেপিই।

বাংলার মানুষকে বোকা বানাচ্ছেন মমতা

বাংলার মানুষকে বোকা বানাচ্ছেন মমতা

অমিত শাহ বলেন, ১০ বছরের মধ্যেই মা-মাটি-মানুষের স্লোগান উধাও হয়ে গিয়েছে। এখন দুর্নীতির স্লোগান উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও নীতিভ্রষ্ট হয়েছেন। বাংলার মানুষকে বোকা বানাচ্ছে এই সরকার। বাংলার কৃষকদের টাকা পেতে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মানুষকে আয়ুস্মান ভারত প্রকল্প থেকে বঞ্চিত করে রেখেছে। তার জবাব দিতে হবে এবার।

বিজেপি নেতা-কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বোঝাবে

বিজেপি নেতা-কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বোঝাবে

অমিত শাহ বলেন, বাংলার মুখ্যমন্ত্রী শেষমুহূর্তে প্রধানমন্ত্রী কৃষক সম্মাননিধি প্রকল্প মেনে নিলেও কৃষকদের অ্যাকাউন্ট নম্বর দেননি। তাহলে কেন্দ্রীয় সরকার কী করে টাকা পাঠাবে। প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি নেতা-কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বোঝাবে কীভাবে কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকা পৌঁছতে দেয়নি রাজ্যের সরকার।

প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ‘চমক’ দেবে বিজেপি

প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ‘চমক’ দেবে বিজেপি

অমিত শাহ বলেন, বাংলায় ক্ষমতায় আসার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই আমরা ঠিক করব, রাজ্যের মানুষ যাতে আয়ুস্মান ভারত প্রকল্পের সুবিধা পান। তিনি মমতাকে নিশানায় বলেন, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার বদলে আপনি পিছিয়ে দিয়েছেন। মমতার কথায় ভরসা করে মানুষ পরিবর্তন করেছিলেন, কিন্তু কী দশা হয়েছে এই ১০ বছরে। আমরা এই সরকারকে উপড়ে ফেলে দেব।

বুথে বুথে ঘুরে সারা বাংলায় পদ্ম ফোটাবেন! প্রথম দিনেই চ্যালেঞ্জ নিয়ে শুরু রাজীবের বুথে বুথে ঘুরে সারা বাংলায় পদ্ম ফোটাবেন! প্রথম দিনেই চ্যালেঞ্জ নিয়ে শুরু রাজীবের

English summary
Amit Shah criticizes Mamata Banerjee to create CM to Abhishek Banerjee in West Bengal Election 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X