For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভুল বোঝানো হচ্ছে, এনআরসি করার কোনও পরিকল্পনাই নেই, পাহাড়ে বড়সড় ঘোষণা অমিত শাহের

এখনই দেশে এনআরসি করার কোনও পরিকল্পনা নেই। পাহাড়ের সভায় বড় ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এনআরসি নিয়ে গোর্খাদের মধ্যে যে ভীতির সঞ্চার হয়েছে, তা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই ঠেলে দিলেন অমিত শাহের

  • |
Google Oneindia Bengali News

এনআরসি, সিএএ নিয়ে একটা সময় উত্তাল হয় দেশ। এই অবস্থায় আইন কার্যকর হওয়া নিয়ে কিছুটা পিছিয়ে যায় মোদী সরকার। এই অবস্থায় পাহাড়েব দাঁড়িয়ে এখনই দেশে এনআরসি করার কোনও পরিকল্পনা নেই। জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এনআরসি নিয়ে গোর্খাদের মধ্যে যে ভীতির সঞ্চার হয়েছে, সেই দায় কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই ঠেলে দিলেন অমিত শাহ। তাঁর মতে, মমতাদিদির জন্যেই ভয়ের বাতাবরণ তৈরি হচ্ছে।

দেশে এখনই এনআরসির কোনও পরিকল্পনা নেই

দেশে এখনই এনআরসির কোনও পরিকল্পনা নেই

দার্জিলিংয়ে এদিন সভা করতে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকে এনআরসি নিয়ে পাহাড়ের মানুষকে আশ্বাস দিলেন অমিত শাহ। তিনি বলেন, দেশে এখনই এনআরসির কোনও পরিকল্পনা তাঁর নেই। আর যদি ভবিষ্যতেও এনআরসি হয়ও, তাহলে গোর্খাদের চিন্তার কোনও কারণ নেই বলে আশ্বাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। কারণ, আমার কোনও গোর্খা ভাই অনুপ্রবেশকারী নয়, আশ্বাস তাঁর। শাহ বলেন, মমতাদি এনআরসি নিয়ে মিথ্যা কথা বলছেন। বিভ্রান্ত করছেন। কিন্তু এমন কোনও ভাবনা নেই। আমি দেশের গৃহমন্ত্রী এই বিষয়ে আশ্বাস দিচ্ছি, মন্তব্য শাহের।

কার্যত পাহাড়ের রাজনীতিতে মাস্টারস্ট্রোক শাহের

কার্যত পাহাড়ের রাজনীতিতে মাস্টারস্ট্রোক শাহের

পাহাড়ে রাজনীতিতে এনআরসি বুমেরাং হতে পারে। গত নির্বাচনে তার ফল পেয়েছে বিজেপি। উপ নির্বাচনে উত্তরে হারে বিজেপি। বিধানসভা নির্বাচনে পাহারের রাজনীতিতে বেশ কিছু ফ্যাক্টার কাজ করছে। এই অবস্থায় এনআরসি এখনই লাগু হচ্ছে না বলে সাফ জানিয়ে দিলেন শাহ। । আলাদা করে গোর্খাদের বুঝিয়ে দিলেন, ভবিষ্যতে যদি কখনও এনআরসি করার কথা কেন্দ্র ভাবেও, তাতেও পাহাড়ের বাসিন্দাদের চিন্তার কোনও কারণ নেই। কারণ, এনআরসি হলেও গোর্খাদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না।

পাহাড়ের সমস্যার সমাধানের আশ্বাস

পাহাড়ের সমস্যার সমাধানের আশ্বাস

একাধিক সমস্যা রয়েছে পাহাড়ের। দীর্ঘদিন ধরে গোর্খ্যাল্যান্ডের দাবিতে আন্দোলন চলেছে। এই অবস্থায় পাহাড়ের রাজনৈতিক সমস্যারও স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন শাহ। জানিয়ে দিয়েছেন, রাজ্যে ক্ষমতায় এলে গোর্খা সমস্যার স্থায়ী সমাধান করবে বিজেপি। বিজেপির জন্য পাহাড়ের তিনটি আসন গুরুত্বপূর্ণ। এতদিন পাহাড়ে গোর্খাদের সঙ্গে যে অন্যায় হয়েছে, তা এবার বন্ধ করবে বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রীর সাফ কথা, এবার গোর্খাদের সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান করা হবে। কিন্তু কী সেই সমাধান? তা নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন শাহ।

একগুচ্ছ প্রতিশ্রুতি শাহের

একগুচ্ছ প্রতিশ্রুতি শাহের

পাহাড়ের সমস্যার সমাধানের পাশাপাশি আরও একাধিক বড় ঘোষণা করেছেন শাহ। জানিয়ে দিয়েছেন, বিজেপি ক্ষমতায় এলে গোর্খাদের তফসিলি উপজাতির মর্যাদা দেওয়া হবে। সিঙ্কোনা বাগানে কর্মরতদের পাট্টা দেওয়া হবে। পাহাড়ের মানুষের বন অধিকার আইনের আওতায় আসার অধিকার আছে।দার্জিলিং পুরসভাকে পুরনিগমে পরিণত করা হবে। এমনই একগুচ্ছ প্রতিশ্রুতি এদিন শাহ দেন পাহাড়ের মানুষে জন্যে।

দুঃখজনক ঘটনা

দুঃখজনক ঘটনা

এদিন অমিত শাহ শনিবার কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যুর ঘটনাকে দুঃখজনক ঘটনা বলে বর্ণনা করেন। তবে তিনি বলেন, বুথে কয়েকজন হামলা চালিয়েছিল। কেন্দ্রীয় বাহিনীর অস্ত্র লুটেরও চেষ্টা করেছিল। সেই সময় বাহিনী হাতিয়ার রক্ষা করতেই গুলি চালায়। এই ঘটনাকে নিয়ে যেভাবে রাজনীতি করা হচ্ছে, তাঁকে দুঃখজনক বলে বর্ণনা করেন অমিত শাহ।

অমিত শাহ স্মরণ করালেন মমতার ভাষণ

অমিত শাহ স্মরণ করালেন মমতার ভাষণ

এদিন শান্তিপুরে অমিত শাহ স্মরণ করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ। সে উত্তরবঙ্গই হোক কিংবা নন্দীগ্রাম প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করার কথা বলেছিলেন মমতা। কোচবিহারের এক সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সিআরপিএফ যদি গণ্ডগোল করে তাহলে মহিলাদের দিয়ে ঘেরাও করতে হবে। পাশাপাশি প্রতিরোধে হাতা-খুন্তি, হাতের কাছে যা থাকবে তা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পরামর্শ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত এই মন্তব্য নিয়ে নির্বাচন কমিশন নোটিশও দেয় মমতা বন্দ্যোপাধ্যায়কে।

English summary
ahead of west bengal assembly election 2021 amit shah comment on nrc
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X