For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রবিবার রাতেই শহরে অমিত শাহ, রামনবমীর পর এবার স্বামীজিকে ঘিরে শক্তি প্রদর্শন সংঘ পরিবারের

১১ সেপ্টেম্বর রাজ্যে আসার কথা থাকলেও ১০ সেপ্টেম্বর রাতেই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি আমিত শাহ। পোর্টট্রাস্টের গেস্টহাউসে উঠবেন তিনি। সেপ্টেম্বরের ১১ থেকে ১৩ ঠাসা কর্মসূচি অমিত শাহর।

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

১১ সেপ্টেম্বর রাজ্যে আসার কথা থাকলেও ১০ সেপ্টেম্বর রাতেই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি আমিত শাহ। পোর্টট্রাস্টের গেস্টহাউসে উঠবেন তিনি। সেপ্টেম্বরের ১১ থেকে ১৩ ঠাসা কর্মসূচি অমিত শাহর।

[আরও পড়ুন:মমতার দলের বহু নেতা, মন্ত্রীই বিজেপিতে পা বাড়িয়ে, পুজোর পরেই দলবদল, দাবি দিলীপ ঘোষের][আরও পড়ুন:মমতার দলের বহু নেতা, মন্ত্রীই বিজেপিতে পা বাড়িয়ে, পুজোর পরেই দলবদল, দাবি দিলীপ ঘোষের]

রবিবার রাতেই শহরে অমিত শাহ, রামনবমীর পর এবার স্বামীজিকে ঘিরে শক্তি প্রদর্শন সংঘ পরিবারের

তাঁকে অনেকবার আটকানোর চেষ্টা হয়েছে। কিন্তু প্রতিবারই আদালত অনুমতি দিয়েছে। মনে হয়, এবারও পেয়ে যাব। ভুবনেশ্বরে সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে ১২ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নাগরিক সম্মেলনের পরিকল্পনা ছিল অমিত শাহর। এবিষয়ে আবেদন করা হলেও, আগে থেকেই বুকিং-এর জন্য নেতাজি ইন্ডোর পাওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয় সরকারের তরফে। পরে নজরুল মঞ্চের জন্য অনুমতিও মেলেনি। গণতন্ত্রে বিশ্বাস রাখেন বলেই এই বিতর্ক তুলছেন বলে জানিয়েছেন অমিত শাহ।

রবিবার রাতেই শহরে অমিত শাহ, রামনবমীর পর এবার স্বামীজিকে ঘিরে শক্তি প্রদর্শন সংঘ পরিবারের

এদিকে, রামনবমীর পর স্বামী বিবেকানন্দর শিকাগো বক্তৃতার ১২৫ বছর উপলক্ষে শক্তি প্রদর্শন করতে চলেছে সংঘ পরিবার। 'স্বামী বিবেকানন্দর শিকাগো বক্তৃতার ১২৫ বর্ষ উদযাপন সমিতি' নামে রাজ্য জুড়েই হতে চলেছে নানা অনুষ্ঠান। রবিবার ও সোমবার রাজ্যের সব ব্লকে ব্লকে শোভাযাত্রা বের করা হবে, আরএসএস এবং সংঘ পরিবারের তরফ থেকে। ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর শিকাগোর ধর্ম সম্মেলনে ভাষণ দিয়েছিলেন বিবেকানন্দ। সেই বক্তৃতার ১২৫ বছর উপলক্ষেই এই অনুষ্ঠান। সংঘ পরিবারের দাবি, শিকাগো বক্তৃতায় বিবেকানন্দ হিন্দু ধর্মকেই শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছিলেন। তাই ধর্মনিরপেক্ষ বিবেকানন্দ নয়, হিন্দু নেতা বিবেকানন্দকেই তুলে ধরতে চায় তারা।

রবিবার রাতেই শহরে অমিত শাহ, রামনবমীর পর এবার স্বামীজিকে ঘিরে শক্তি প্রদর্শন সংঘ পরিবারের

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ রবিবার দুর্গাপুরে স্বামী বিবেকানন্দর শিকাগো বক্তৃতার স্মারক বাইক মিছিলে যোগ দেবেন। অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সোমবার স্বামী বিবেকানন্দর বাড়িতে গিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন।

English summary
Amit Shah comes to Kolkata on Sunday night. After Ramnavami Sangh Parivar targeting Swami Vivekananda. Amit Shah will pay homage to Swamiji at his residence on Monday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X