দুর্নীতি মুক্ত করা-সহ একের পর আশ্বাস! একমাত্র বিজেপিই পরিবর্তন আনতে পারে বাংলায়, দাবি অমিত শাহের
একমাত্র বিজেপিই রাজ্যে পরিবর্তন আনতে পারে। মঙ্গলবার পশ্চিমবঙ্গের জন্য নিজের প্রথম ভার্চুয়াল সভা থেকে এমনটাই দাবি করলেন অমিত শাহ। তিনি বলেন, মোদীজিকে একবার সুযোগ দিন বিকাশ হবে। বাংলা আবার হবে সোনার বাংলা।

বাংলা হবে সোনার বাংলা
এদিন অমিত শাহের মুখে শোনা গিয়েছে সোনার বাংলা গড়ার কথা। তিনি বলেছেন, বাংলা আবার সোনার বাংলা হবে। তিনি এদিন বাংলার মাটিকে প্রণাম করার কথা বলে ভাষণ শুরু করেন। উল্লেখ খরেন রামকৃষ্ণ, বিবেকানন্দ, সূর্য সেন, বটুকেশ্বর দত্ত, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, হরিচাঁদ গুরুচাঁদ-এর কথা।

এর থেকে ভাল ছিল কমিউনিস্টরা
অমিত শাহ বলে পরিবর্তনের ডাক দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছিল তৃণমূল। কিন্তু এর থেকে ভাল ছিল কমিউনিষ্টরা।

পরিবর্তন আনতে পারবে একমাত্র বিজেপি
অমিত শাহের দাবি, রাজ্যে পরিবর্তন আনতে পারবে এরমাত্র বিজেপি। তাঁর আবেদন একবার তাঁদের সুযোগ দেওয়া হোক। মোদীজিকে একবার সুযোগ দিলে বিকাশ হবে। বাংলা আবার সোনার বাংলা হবে।

কেলেঙ্কারি হবে না বিজেপি শাসিত বাংলায়
অমিত শাহের আরও আশ্বাস, কেলেঙ্কারি হবে না বিজেপি শাসিত বাংলায়। তিনি বলেন বিজেপি শাসিত বাংলায় থাকবে না পরিবারবাদ, বেরোজগারি। তৃণমূলকে কটাক্ষ করতে গিয়ে অমিত শাহ বলেন, থাকবে না বিজেপি ক্ষমতায় এলে বাংলায় ভাইপো কেলেঙ্কারি, ত্রিফলা কেলেঙ্কারি, রোজভ্যালি, সারদা, নারদা কেলেঙ্কারি হবে না।

শনিবার চাষীদের তালিকা দিলে সোমবার টাকা! মমতাকে চ্যালেঞ্জ জানালেন অমিত শাহ