For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথম দুই দফাতেই হাফ সেঞ্চুরি বিজেপির, উত্তরবঙ্গে ব্যাট উঁচিয়ে মমতার 'খেলা' শেষের ডাক শাহের

Google Oneindia Bengali News

আগামী ১০ এপ্রিল ভোট হবে কোচবিহারের ন'টি আসনে৷ একই দিনে ভোট হবে আলিপুরদুয়ারের পাঁচ বিধানসভা কেন্দ্রেও৷ এদিন তারই প্রচারে শীতলকুচিতে জনসভা করেন অমিত৷ সেই দফার ভোটের প্রচারেই উত্তরবঙ্গ সরগরম। এদিন উত্তরবঙ্গের কালচিনিতে বিজেপি প্রার্থীদের প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরপর তোপ দাগেন বিজেপির চাণক্য অমিত শাহ। পাশাপাশি প্রথম দুই দফায় বিজেপি ক'টি আসনে জিতবে, তাও জানিয়ে দিলেন তিনি।

'৬০-এর মধ্যে ৫০টি আসনে জিতবে বিজেপি'

'৬০-এর মধ্যে ৫০টি আসনে জিতবে বিজেপি'

এদিন কালচিনির সভা থেকে অমিত শাহ মমতাকে তোপ দেগে বলেন, 'দিদি বলছেন খেলা হবে, কীসের খেলা হবে? প্রথম দু'দফার ভোটে বাংলায় পদ্ম ফুটেছে। ৬০-এর মধ্যে ৫০টি আসনে জিতবে বিজেপি। ২ মে দিদি যাচ্ছেন আর উত্তরবঙ্গে আচ্ছে দিন আসবে। ভোটে জিতলে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ গঠন করা হবে। উত্তরবঙ্গের সঙ্গে অন্যায় করেছেন মমতাদি। বাংলায় সপ্তম বেতন কমিশন লাগু হবে।'

'অনুপ্রবেশ ঠেকাতে হলে মোদীকে চাই'

'অনুপ্রবেশ ঠেকাতে হলে মোদীকে চাই'

পাশাপাশি অমিত শাহের দাবি, উত্তরবঙ্গে অনুপ্রবেশ ঠেকাতে হলে মোদীকে চাই৷ উত্তরবঙ্গে বিকাশ ঘটাতে হলে মোদিকে চাই৷ কারণ, মোদির কাজ করেন 'থ্রি ভি মডেল'-এ, বিকাশ, বিশ্বাস, ব্যবসা আর দিদি কাজ করেন 'থ্রি টি মডেল'-এ, তানাশাহি, তোলাবাজি, তুষ্টিকরণ৷

'দিদি বরাবরই উত্তরবঙ্গকে অবহেলা করেছেন'

'দিদি বরাবরই উত্তরবঙ্গকে অবহেলা করেছেন'

অমিত শাহের অভিযোগ, দিদি বরাবরই উত্তরবঙ্গকে অবহেলা করেছেন৷ তাঁর কথায়, রাজ্য়ের রাজধানী 'কলকাতা থেকে কোচবিহারের দূরত্ব ৭০০ কিলোমিটার৷ কিন্তু দিদির হৃদয় থেকে কোচবিহারের দূরত্ব ৭ হাজার কিলোমিটার৷' চা, সিঙ্কোনার বাগান থেকে তামাক চাষ, পাকা রাস্তা থেকে রাজবংশীদের উন্নয়ন৷ অমিতের অভিযোগ, কোনও ক্ষেত্রেই কোনও কাজ করেনি মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকার৷ কারণ, মমতা উত্তরবঙ্গের কল্যাণ নিয়ে ভাবেন না৷ তিনি শুধু ভাবেন নিজের ভাইপোর কথা৷ ভাইপোর উন্নতি, তাঁকে মুখ্যমন্ত্রী পদে আসীন করাই মমতার একমাত্র লক্ষ্য বলে তোপ দাগেন অমিত শাহ৷

'উত্তরবঙ্গের সবথেকে বড় সমস্যা হল অনুপ্রবেশ'

'উত্তরবঙ্গের সবথেকে বড় সমস্যা হল অনুপ্রবেশ'

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর মতে, উত্তরবঙ্গের সবথেকে বড় সমস্যা হল অনুপ্রবেশ৷ আর দিদির পক্ষে এই অনুপ্রবেশ ঠেকানো সম্ভব নয়৷ অমিতের আশ্বাস, বাংলায় বিজেপির সরকার গঠিত হলেই বিএসএফের সঙ্গে আলোচনা করে অনুপ্রবেশ ১০০ শতাংশ ঠেকানো হবে৷

English summary
Amit Shah claims BJP will win 50 out of 60 seats in first two phases of Election against TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X