For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘এক হাতে দিলাম, অন্য হাতে কেড়ে নিলামের বাজেট! আইসিইউ থেকে ভেন্টিলেশনে দেশ’

ভারতীয় অর্থনীতি আইসিইউ-তে ছিল। বাজেটের পর তা ভেন্টিলেশনে চলে গেল। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এমনই সমালোচনা করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় অর্থনীতি আইসিইউ-তে ছিল। বাজেটের পর তা ভেন্টিলেশনে চলে গেল। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এমনই সমালোচনা করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি বলেন, এই বাজেট আদতে মধ্যবিত্তের সঙ্গে তঞ্চকতা। এক হাতে দিলাম আর অন্য এক হাতে কেড়ে নিলামের বাজেট এটা।

‘এক হাতে দিলাম, অন্য হাতে কেড়ে নিলামের বাজেট, ব্যাখ্যা অমিত

অমিত মিত্র ব্যাখ্যা করেন, মধ্যবিত্তকে ভাঁওতা দেওয়া হয়েছে এই বাজেটে। কেন্দ্রীয় সরকারের এই বাজেটে ভেন্টিলেশনে চলে গেল দেশ। অর্থনীতি একেবারেই ভেঙে পড়বে। জিডিপি গ্রোথ ১১ বছরের মধ্যে সর্বনিম্ন ছিল। সমস্ত সেক্টরেই দেশ পিছিয়ে ছিল। এরপর আরও পিছোবে দেশ।

কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরীও ঘোর সমালোচনা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। তিনি বলেন, বাজেটে বলা নেই এখন কী হবে। সবই লং টার্ম। ২৫ সালের পর হবে। দেশ রসাতলে যেতে বসেছে বাজেট বক্তৃতার নামে শুধু লম্বা ভাষণ দিয়ে গেলেন। জনসাধারণ পেলেন না কিছুই।

এই বাজেটকে জনবিরোধী, স্লোগানধর্মী, ভাষণধর্মী বাজেট বলে প্রতিক্রিয়া দিলেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। আর এক সিপিএম নেতা বলেন, বাজেট সাধারণত গতবারের সঙ্গে তুলনা করে করা হয়। কিন্তু এবারের বাজেটে চক্রান্ত করে পরিসংখ্যানের তুলনা করা হয়নি। সর্বক্ষেত্রেই বরাদ্দ কমানো হয়েছে। আর কর ছাড়ের নামে ভাঁওতা দেওয়া হয়েচে।

English summary
Amit Mitra says after this Budget country will go to ventilation from ICU. Others oppositions also criticizes this budget.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X