For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অর্থমন্ত্রীর পদ থেকে বিদায় আসন্ন অমিত মিত্রের! বিকল্প নাম নিয়ে জল্পনা শুরু

অর্থমন্ত্রীর পদ থেকে বিদায় আসন্ন অমিত মিত্রের! বিকল্প নাম নিয়ে জল্পনা শুরু

Google Oneindia Bengali News

২০১১-য় পরিবর্তনের সরকারে অর্থমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন অমিত মিত্র। ২০২১-এ ভোটে না জিতেও তিনি অর্থমন্ত্রী হয়েছেন। কিন্তু এবার তাঁর ১০ বছরের ইনিংস শেষ হয়ে যেতে পারে। কেননা আর ভোটে দাঁড়াবেন না তিনি। ফলে নভেম্বরে তাঁর ছ-মাসের মেয়াদ শেষ হওয়ার পর বিদায় জানাতে হবে দফতরকে।

মন্ত্রিত্ব থেকে অবসর নেবেন অমিত!

মন্ত্রিত্ব থেকে অবসর নেবেন অমিত!

শারীরিক কারণে আর ভোটে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি তা জানিয়েও দিয়েছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিশেষ সূত্রে জানা গিয়েছে, মন্ত্রিত্ব থেকে অবসর নেওয়ার পর অমিত মিত্র বিদেশে মেয়ের কাছে কিছু দিন থাকার পরিকল্পনা করছেন।

অর্থমন্ত্রী থাকা আর সম্ভব হচ্ছে না

অর্থমন্ত্রী থাকা আর সম্ভব হচ্ছে না

অমিত মিত্র যদি অর্থমন্ত্রীর পদ থেকে সরে যান, তবে সেটা মুখ্যমন্ত্রীর কাছে বড় চ্যালেঞ্জ হবে। অমিত মিত্র এই সিদ্ধান্ত যে হঠাৎ করে নিয়েছেন তা বলা যাবে না। কারণ এবার তিনি বিধানসভা নির্বাচনে লড়েননি। তখনই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন, অর্থমন্ত্রী থাকা আর সম্ভব হচ্ছে না শারীরিক অসুস্থতার কারণে।

ছ-মাস অর্থমন্ত্রীর দায়িত্বে মমতার অনুরোধে

ছ-মাস অর্থমন্ত্রীর দায়িত্বে মমতার অনুরোধে

মমতা তাঁকে অনুরোধ করেছিলেন, ২০১১ সাল থেকে আপনি তৃণমূল সরকারে রয়েছেন। অর্থমন্ত্রীর পদে আপনাকে ছাড়া বিকল্প কাউকেই ভাবিনি। তাই ভোটে জেতার পর অন্তত ছ-মাস আপনি এই পদে থাকুন। তাই মুখ্যমন্ত্রীর অনুরোধে নির্বাচিত না হয়েও তিনি ছ-মাস অর্থমন্ত্রীর দায়িত্ব সামলচ্ছেন।

অমিত মিত্রের বিকল্প, কী ভাবছেন মমতা

অমিত মিত্রের বিকল্প, কী ভাবছেন মমতা

এই পরিস্থিতিতে এখন প্রশ্ন, অমিত মিত্রের স্থলাভিষিক্ত হবেন কে। মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজের হাতে এই দফতর রাখবেন, নাকি অন্য কারও নাম তিনি ভাবছেন। আবার এমন ভাবনাও রয়েছে, অমিত মিত্র মন্ত্রী না থাকলেও তাঁকে অর্থ দফতরের উপদেষ্টা পদে রাখা যায় কি না। বিকল্প ভাবনায় অভিজ্ঞ অফিসারদের নির্দিষ্ট ব্যবস্থা তৈরি করার কথা ভাবা হচ্ছে। পাশাপাশি মঞ্চ তৈরির পরিকল্পনা হচ্ছে অর্থনীতিবিদদের মতামত ও পরামর্শ নেওয়ার জন্য।

English summary
Amit Mitra can leave finance ministry due to illness speculation starts to get substitute
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X