For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আবহে ৯ জুন বিজেপির ব্রিগেড চলো, বক্তা অমিত শাহ, আত্মনির্ভর ভারত জনসভায় যোগ কীভাবে

করোনা আবহে ৯ জুন বিজেপির ব্রিগেড চলো, বক্তা অমিত শাহ, আত্মনির্ভর ভারত জনসভায় যোগ কীভাবে

Google Oneindia Bengali News

করোনা আবহের মধ্যে একুশের বিধানসভা ভোটকে টার্গেট করে ময়দানে নামল বঙ্গ বিজেপি। ৯ জুন অমিত শাহের ডাকে ব্রিগেড চলো জনসভা করবে বিজেপি। যদিও সবটাই হবে ভার্চুয়ালি। অর্থাৎ ফেসবুক, লাইভে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্য বার্তা দেবেন সেনাপতি অমিত শাহ। ইউটিউবেও বার্তা দেবেন অমিত শাহ।

৯ জুন বিজেপির ব্রিগেড চলো

৯ জুন বিজেপির ব্রিগেড চলো

একুশের বিধানসভা ভোটকে টার্গেট করো প্রস্তুতি শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি। ৯ জুন দলের কর্মী সমর্থকদের দিক নির্দেশ করবেন সেনাপতি অমিত শাহ। করোনা আবহের মধ্যে ব্রিডেগ চলো জনসভার ডাক দিয়েছে বিজেপি। যদিও পরোটাই হবে ভার্চুয়ালি। ফেসবুক এবং ইউটিউবে। একুশের বিধানসভা ভোটকে নজরে রেখেই দলীয় কর্মীদের বার্তা দেবেন অমিত শাহ।

আত্মনির্ভর ভারত জনসভা

আত্মনির্ভর ভারত জনসভা

করোনা আবহে আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গ বিজেপি সেই আত্মনির্ভরতাকে হাতিয়ার করেই শাসকদের বিরুদ্ধে ঘুঁটি সাজাতে শুরু করেছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার ব্যর্থ এই নিয়ে আগে থেকেই সরব হয়েছেন দিলীপ ঘোষরা। এবার সেই আন্দোলন মজবুত করতে ৯ জুনের ভার্চুয়াল ব্রিগেড চলো জনসভার মঞ্চ সাজাচ্ছেন দিলীপরা।

কীভাবে হবে ভার্চুয়াল জনসভা

কীভাবে হবে ভার্চুয়াল জনসভা

প্রথমে ঠিক হয়েছিল ৮ জুন করা হবে এই ভার্চুয়াল জনসভা। পরে ঠিক হয় ৯ জুন জনসভা করেব অমিত শাহ। সকাল ১১টায় বিজেপির ফেসবুক ইউটিউবের মাধ্যমে জনসভা করবে। রাজ্যের সব বিজেপি কর্মী সমর্থকরা যাতে এই জনসভায় অংশ নিতে পারেন সেকারণে ৫টি জোনে ভাগ করা হয়েছে। এই ৫টি জোেন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভাষণ দেবেন অমিত শাহ। তাতে মোদী সরকারের সফাল্যের খতিয়ান তুলে ধরার পাশাপাশি মমতা সরকারের ব্যর্থতার পরিসংখ্যান দেওয়া হবে।

 ১ হাজার বিজেপি কর্মী যোগ দেবেন

১ হাজার বিজেপি কর্মী যোগ দেবেন

ভার্চুয়াল এই জনসভায় একসঙ্গে ১ হাজার কর্মী সমর্থক যোগ দেবেন। সেকারণে রাজ্যের সব বিজেিপ কর্মী সমর্থকদে এদিন ল্যাপটপ, মোবাইল এবং ডেস্কটপ কম্পিউটারের সামনে থাকতে বলা হেছে। এবং বাড়ি বাড়ি গিয়েও সেই ভাষণের রেকর্ড দেখানো হবে বলে জানিয়েছে বঙ্গ বিজেপি।

পি চিদম্বরমের জামিন বাতিলের দাবি সিবিআই-র, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্টপি চিদম্বরমের জামিন বাতিলের দাবি সিবিআই-র, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

English summary
Amidst coronavirus infection 9 June BJP rally in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X