For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অ্যামাজন, বিগবাস্কেট পশ্চিমবঙ্গে মদ ডেলিভারি করার অনুমোদন পেল

অ্যামাজন, বিগবাস্কেট পশ্চিমবঙ্গে মদ ডেলিভারি করার অনুমোদন পেল

Google Oneindia Bengali News

‌প্রয়োজনীয় পণ্যের মতো এবার দোরগোড়ায় পৌঁছে যাবে মদের ডেলিভারিও। সেরকমই বন্দোবস্ত করে ফেলেছে অ্যামাজন ও আলিবাবা ভিত্তিক সংস্থা বিগবাস্কেট। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে অন্যান্য জিনিসের সঙ্গে তারা মদও ডেলিভারি করবে।

বেভকোর ছাড়পত্র পাওয়া গিয়েছে

বেভকোর ছাড়পত্র পাওয়া গিয়েছে

অনলাইন গ্রসারি মাধ্যম বিগবাস্কেট জানিয়েছে যে এটি দেশের অ্যালকোহল ডেলিভারি বিভাগে প্রথম পদক্ষেপ হবে। ১৯ জুনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অনুমোদনের ফলে অ্যামাজনও এবার মদ ডেলিভারি করার ছাড়পত্র পেল। রাজ্যের বেভারেজ কর্পোরেশন লিমিটেড (‌বেভকো)‌ দু'‌টি সংস্থাকে মদ ডেলিভারির জন্য যোগ্য বিবেচনা করায় তাদের ছাড়পত্র দিয়েছে।

আরও দুই সংস্থাকে চুক্তিবদ্ধ করিয়েছে বেভকো

আরও দুই সংস্থাকে চুক্তিবদ্ধ করিয়েছে বেভকো

পশ্চিমবঙ্গে মদের একমাত্র পাইকারি বেভকো কলকাতার আরও দুই সংস্থা, সেনরিসা টেকনোলজিস প্রাইভেট লিমিটেড ও গোল্ডেন গোয়েঙ্কা কমার্স প্রাইভেট লিমিটেডকে এই চুক্তিতে সাক্ষর করার জন্য আমন্ত্রণ জানিয়েছে।

কবে থেকে বিগবাস্কেট এটা চালু করবে ঠিক নেই

কবে থেকে বিগবাস্কেট এটা চালু করবে ঠিক নেই

বিগবাস্কেট কবে থেকে এই মদ ডেলিভারি শুরু করছে এ প্রসঙ্গে সিইও হরি মেনন বলেন, ‘‌আমি এখনই এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারছি না যে কত দ্রুত আমরা এটা শুরু করব, কিন্তু হ্যাঁ এটা সংস্থার জন্য একেবারেই প্রথম।'‌ যদিও এই অনুমোদন নিয়ে অ্যামাজনের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

সুইগি ও জোম্যাটো মদ ডেলিভারি করছে

সুইগি ও জোম্যাটো মদ ডেলিভারি করছে

ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো ও সুইগি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ কলকাতা ও শিলিগুড়িতে মদ ডেলিভারি করতে শুরু করেছে। চুক্তিতে সই ও সরকারের কাছ থেকে অনুমোদন পাওয়ার পরই এই দুই সংস্থা মদ ডেলিভারি করা শুরু করে। সরকারের অনুমোদন পাওয়ার পর থেকে খুচরো বিক্রেতা স্পেনসার ও হিপবারও বাড়ির দোরগোড়ায় মদের ডেলিভারি দিয়ে যাচ্ছে। করোনা ভাইরাস মহামারির জেরে মদের দোকানগুলিতে অযথা ভিড় এড়ানোর জন্যই সরকার এই পদক্ষেপ নিয়েছে। আরও আটটি অখ্যাত সংস্থা মদ ডেলিভারি করার প্রস্তাব দিয়েছে বেভকোর কাছে। বেভকো তাদের মাধ্যমের ক্ষমতা প্রদর্শন করতে বলেছে তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে। ঝাড়খণ্ড প্রথম রাজ্য যেখানে মদের হোম ডেলিভারি শুরু হয়।

তৃণমূলের পাশা কি উল্টোবে বাংলায়! বিজেপির 'হাল’ দেখে নতুন ঘূঁটি খুঁজছেন শাহতৃণমূলের পাশা কি উল্টোবে বাংলায়! বিজেপির 'হাল’ দেখে নতুন ঘূঁটি খুঁজছেন শাহ

English summary
after zomato, swiggy big basket also alchohol deliver in westbengal.They have got clearance from the government.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X