মমতাকে চিঠি আপ্লুত অমর্ত্য সেনের! সমর্থনে খুশি, মুখ্যমন্ত্রীকে জানালেন শুভেচ্ছা
শান্তিনিকেতনে (shantiniketan) জমি বিতর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) সমর্থন পেয়ে খুশি নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (amartya sen)। মুখ্যমন্ত্রীর প্রশংসা করে অমর্ত্য সেন বলেছেন, চারপাশে কী ঘটছে, সেই সম্পর্কে মুখ্যমন্ত্রীর ধারনা খুবই স্বচ্ছ। চিঠিটি তাঁর হৃদয় ছুঁয়ে গিয়েছে বলেও মন্তব্য করেছেন অমর্ত্য সেন।


ডিয়ার মমতা বলে সম্বোধন
মমতা বন্দ্যোপাধ্যায়কে অমর্ত্য সেনের লেখা চিঠিতি রবিবারের তারিখের। সেখানে শুরুতেই ডিয়ার মমতা বলে সম্বোধন করেছেন অমর্ত্য সেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠিতে সমর্থন পেয়ে তিনি খুশি বলে জানিয়েছেন অমর্ত্য সেন। চিঠিটি তাঁর হৃহয় স্পর্শ করে গিয়েছে বলে উল্লেখ করেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ। ব্যস্ত সময়ের মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে চিঠি লিখেছেন বলে উল্লেখ করেছেন তিনি। চারপাশে কী ঘটছে সেই সম্পর্কে মুখ্যমন্ত্রী ওয়াকিবহাল। মুখ্যমন্ত্রীর এই চিঠি তাঁকে শক্তি জুগিয়েছে বলেও উল্লেখ করেছেন অমর্ত্য সেন। চিঠিতে শুভেচ্ছার সঙ্গে সঙ্গে শ্রদ্ধাও জানিয়েছেন তিনি।

অমর্ত্য সেনের বাড়ি সংলগ্ন জমি নিয়ে বিতর্ক
বিশ্বভারতী কর্তৃপক্ষের কিছু পদক্ষেপে শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়ি প্রতীচী সংলগ্ন জমির অংশ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রসঙ্গত বিশ্বভারতীর লিজ নেওয়া জমিতে ১০৪০ সালে বাড়িটি তৈরি করেছিলেন অমর্ত্য সেনের বাবা। এরপর তিনি বাড়ি সংলগ্ন এলাকায় বেশ কিছু জমি কিনেছিলেন। যা নিয়েই অভিযোগ তোলা হয়েছে জনমানসে।

পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী
অমর্ত্য সেনের জমি নিয়ে বিতর্কে পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী অমর্ত্য সেনকে চিঠি লেখেন। চিঠিতে তিনি বলেন, প্রতীচীর জমে নিয়ে যে বিতর্ক তৈরি করা হচ্ছে। সংবাদ মাধ্যম থেকে তা জনতে পেরে তিনি বিস্মিত ও আহত বলেও উল্লেখ করেছিলেন। তিনি লিখেছিলেন, আপনার পারিবারিক সম্পত্তি নিয়ে ভিত্তিহীন এবং বিস্ময়কর অভিযোগ করছেন বিশ্বভারতীয় কয়েকজন বহিরাগত। সেটা তাঁকে কষ্ট দিয়েছেন। মুখ্যমন্ত্রী লিখেছিলেন দেশে সংখ্যাগরিষ্ঠের গোঁড়ামির বিরুদ্ধে লড়াই করছেন তিনি (অমর্ত্য সেন)। এই লড়াইয়ে তিনি (মমতা) তাঁর (অমর্ত্য) পাশে রয়েছেন বলেও জানিয়েছিলেন। নবান্নে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আদর্শগতভাবে অমর্ত্য সেন বিজেপির বিরুদ্ধে বলেন। তাই তাঁর বিরুদ্ধে যা ইচ্ছা তাই বললে, বাংলার মানুষ তা মেনে নেবে না বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

দিলীপ ঘোষের আক্রমণ
যদিও ইতিমধ্যেই দিলীপ ঘোষ অমর্ত্য সেনকে নিশানা করেছেন। তিনি বলেথেন, অসফল মুখ্যমন্ত্রী হয়ে কথা বলছেন অমর্ত্য সেন। তাঁর থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না, কটাক্ষ দিলীপ ঘোষের। তিনি আরও বলেন, তাঁর (অমর্ত্য) আশীর্বাদধন্য সরকার রাজ্যে হিংসা চালাচ্ছে। তিনি যেন একটি গোষ্ঠীর মুখপাত্র না হন, তা নিয়েও বলেন দিলীপ ঘোষ। বিশ্বভারতীয় জমি বিতর্ক নিয়ে তিনি বলেন, বিশ্বভারতীয় জমি মাফিয়াদের হাতে চলে যাচ্ছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা কি ভুল, প্রশ্ন করেছিলেন দিলীপ ঘোষ>
শুভেন্দু এবার হাত বাড়ালেন বড় নামের দিকে! ৯ বিধায়কের পর এবার কোন মন্ত্রীরা টার্গেট