For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশকে ডোবাচ্ছেন মোদী! ২০১৪ থেকে ভুল পথে চলছে ভারত, প্রখর সমালোচনা অমর্ত্যর

ভুল পথে পা বাড়িয়ে ক্রমশ তলিয়ে যাচ্ছে দেশ। কোথায় এগিয়ে যাওয়ার কথা, না ক্রমশ পিছিয়ে পড়ছে। এই প্রবণতা লক্ষ্য করা গিয়েছে ২০১৪ সাল থেকে।

Google Oneindia Bengali News

ভুল পথে পা বাড়িয়ে ক্রমশ তলিয়ে যাচ্ছে দেশ। কোথায় এগিয়ে যাওয়ার কথা, না ক্রমশ পিছিয়ে পড়ছে। এই প্রবণতা লক্ষ্য করা গিয়েছে ২০১৪ সাল থেকে। নরেন্দ্র মোদীর শাসনকালকে ফের একবার সমালোচনায় বিঁধলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেন, ভারত বর্তমানে এই উপমহাদেশের মধ্যে দ্বিতীয় নিকৃষ্টতম স্থানে অবস্থান করছে।

দেশকে ডোবাচ্ছেন মোদী! ২০১৪ থেকে ভুল পথে চলছে ভারত, প্রখর সমালোচনা অমর্ত্যর

অমর্ত্য সেনের কথায়, ২০১৪ সাল থেকে যা হচ্ছে, সবটাই ভুল হচ্ছে। গতিশীল অর্থনীতির দিকে ঝাঁপাতে গিয়ে যে পথ বেছেছে তা একেবারেই ভুল পথ। সেই কারণেই পিছিয়ে পড়তে পড়তে একেবারে নিচে নেমে গিয়েছে দ্রুত অর্থনীতির দেশ হিসেবে। এই মুহর্তে ভারতের অবস্থান পাকিস্তানের উপরে। আর ভারতের উপরে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান- সবাই।

এদিন, নিজের লেখা একটি বই উদ্বোধন করতে গিয়ে বিজেপি সরকারকে কটাক্ষ করেন অমর্ত্য সেন। শুধু অর্থনীতি নয়, জাতপাতের রাজনীতি, ধর্মীয় বিভাজন নিয়েও বিজেপি সরকারকে একহাত নেন বিশ্বজয়ী অর্থনীতিবিদ। তিনি বলেন, বর্তমান সরকার শ্রমিক শ্রেণির কথা ভাবেনি। তাঁদেরও যে অধিকার আছে, সে কথা ভুলে গিয়েছে এই সরকার।

[আরও পড়ুন:ভাঙলেও মচকাচ্ছে না সিপিএম! দলে মইনুলদের 'রাস্তা' দেখিয়ে শুদ্ধিকরণের বার্তা সূর্যর ][আরও পড়ুন:ভাঙলেও মচকাচ্ছে না সিপিএম! দলে মইনুলদের 'রাস্তা' দেখিয়ে শুদ্ধিকরণের বার্তা সূর্যর ]

তিনি এদিন বলেন, বর্তমানে দেশের যা পরিস্থিতি তাতে, বিরোধী জোটের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ আজকে আর লড়াইটা নরেন্দ্র মোদী আর রাহুল গান্ধীর মধ্যে সীমাবদ্ধ নেই। আজকের লড়াইটা সারা ভারতের, সমগ্র ভারতবাসীর। এর আগেও নোবলজয়ী অর্থনীতিবিদ বিজেপি সরকার ও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়েছিলেন। আবারও তিনি কঠোর সমালোচনা করলেন বর্তমান সরকারের।

[আরও পড়ুন:রাস্তায় দাঁড়িয়েছিল উন্নয়ন, এবার অনুব্রত হাত ধরে তা দেখাবেন বীরভূমের 'জনতা'কে][আরও পড়ুন:রাস্তায় দাঁড়িয়েছিল উন্নয়ন, এবার অনুব্রত হাত ধরে তা দেখাবেন বীরভূমের 'জনতা'কে]

English summary
Nobel laureate Economist Amartya Sen criticizes Narendra Modi’s Government on Indian Economy. He says Modi government running in wrong direction,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X