For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আম্ফানের ক্ষতিপূরণ বন্টনেও 'স্বজনপোষণ'! প্রমাণ দিয়ে খাদ্যমন্ত্রীর জেলায় তৃণমূলকে আক্রমণ বিজেপির

আম্ফানের ক্ষতিপূরণ বন্টনে 'স্বজনপোষণ'! প্রমাণ দিয়ে খাদ্যমন্ত্রীর জেলায় তৃণমূলকে আক্রমণ বিজেপির

  • |
Google Oneindia Bengali News

ঘূর্ণিঝড়ের ত্রাণ নিয়ে ফের স্বজনপোষণের অভিযোগ তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। ঘটনাস্থল খাদ্যমন্ত্রীর জেলা উত্তর ২৪ পরগনার কদম্বগাছি। বিরোধীদের দাবি, তাদের অভিযোগ স্বীকার করে নিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি সহ বিরোধীরা।

সেই দোতলা বাড়ির ক্ষতি! টালির চালার ক্ষতি নেই

সেই দোতলা বাড়ির ক্ষতি! টালির চালার ক্ষতি নেই

রাজ্যের আম্ফান দুর্গত অন্য জায়গাগুলিতে যেভাবে রাজ্য সরকারের ত্রাণের টাকা লোপাট করা হয়েছে, বারাসতের কদম্বগাছিতেও সেই একই অভিযোগ উঠেছে। দোতালা বাড়ির মালিক বাড়ির ক্ষতি হওয়ায় সরকারি টাকা পেয়েছেন। যার টালির চাল উড়ে গিয়েছে, তিনি টাকা পাননি।

অভিযুক্ত তৃণমূলের হাতে থাকা বারাসতের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত

অভিযুক্ত তৃণমূলের হাতে থাকা বারাসতের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত

তৃণমূলের হাতে থাকা বারাসতের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ উঠেছে। গ্রামের হাসান তরফদারের দোতলা বাড়ি। তিনি নন, মেয়ের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে রাজ্যের দেওয়া ক্ষতিপূরণের টাকা। স্থানীয় বাপি দাসও সরকারি সাহায্য পেয়েছেন।

ক্ষতিগ্রস্ত হয়েও টাকা পাননি প্রতিবেশীরা

ক্ষতিগ্রস্ত হয়েও টাকা পাননি প্রতিবেশীরা

অভিযোগ উঠেছে প্রতিবেশী যাঁদের টাকা পাওয়ার কথা ছিল তারা, টাকা পাননি। স্থানীয় রঞ্জিতকুমার মণ্ডল, মনিকা ব্যাপারিরা অভিযোগ তুলেছেন, তাঁরা বিষয়টি নিয়ে খবরই পাননি। শেষে দিকে তাঁরা কাগজ জমা দিলেও, তাঁরা এখনও ক্ষতিপূরণের টাকা পাননি বলে অভিযোগ করেছেন।

৩০ সদস্যের পঞ্চায়েত এলাকার মধ্যে ৭ সদস্যের এলাকায় মেলেনি সাহায্য

৩০ সদস্যের পঞ্চায়েত এলাকার মধ্যে ৭ সদস্যের এলাকায় মেলেনি সাহায্য

আরও অভিযোগ ৩০ সদস্যের কদম্বগাছি পঞ্চায়েতের ৭ সদস্যের এলাকায় কেউই ক্ষতিপূরণের টাকা পাননি। আবার বাকি ২৩ সদস্যের এলাকায় ক্ষতিপূরণের টাকা বন্চনের মধ্যেও স্বজনপোষণের অভিযোগ উঠেছে।

 অভিযোগ স্বীকার পঞ্চায়েত সদস্যের, আক্রমণ বিজেপি

অভিযোগ স্বীকার পঞ্চায়েত সদস্যের, আক্রমণ বিজেপি

পঞ্চায়েত সদস্য সুদর্শন দে অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন। আর নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। তাদের অভিযোগ তৃণমূলের হাতে থাকা সব পঞ্চায়েতেই ক্ষতিপূরণ বন্টনে দুর্নীতি হয়েছে।

বিজেপির ঘর ভাঙলেন তৃণমূল কংগ্রেস সাংসদ, ২০২১-এর আগে বড় ভাঙন হুগলি পদ্ম-শিবিরেবিজেপির ঘর ভাঙলেন তৃণমূল কংগ্রেস সাংসদ, ২০২১-এর আগে বড় ভাঙন হুগলি পদ্ম-শিবিরে

English summary
Allegation Nepotism in distribution of Amphan compensation in Kadambagachi in Barasat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X