For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সম্পদ' কমছে সিপিএম-এর! ২০২১-এর আগে সংকটে দেশের বড় বামপন্থী দল

ভোট কমার পর এবার সদস্য সংখ্যা কমছে সিপিএম-এর। এমন কী এরিয়া কমিটির সংখ্যাও কমেছে উল্লেখযোগ্য হারে। যা চিন্তা বাড়িয়েছে সূর্য মিশ্রদের। সদ্য প্রকাশিত পার্টি চিঠিতে সর্বক্ষণের কর্মী সংখ্যা এবং এরিয়া

  • |
Google Oneindia Bengali News

ভোট কমার পর এবার সদস্য সংখ্যা কমছে সিপিএম-এর। এমন কী এরিয়া কমিটির সংখ্যাও কমেছে উল্লেখযোগ্য হারে। যা চিন্তা বাড়িয়েছে সূর্য মিশ্রদের। সদ্য প্রকাশিত পার্টি চিঠিতে সর্বক্ষণের কর্মী সংখ্যা এবং এরিয়া কমিটির কমার সংখ্যা উল্লেখ করা হয়েছে।

ঘরের দরজাতেই হাজির হচ্ছে এসবিআই এটিএম! কীভাবে সুযোগ, জেনে নিনঘরের দরজাতেই হাজির হচ্ছে এসবিআই এটিএম! কীভাবে সুযোগ, জেনে নিন

'সম্পদ' কমছে সিপিএমের

'সম্পদ' কমছে সিপিএমের

সিপিএমের মতো দলে সর্বক্ষণের কর্মীকে সম্পদ হিসাবে দেখা হয়। সেই সংখ্যাও পড়তির দিকে। সদ্য প্রকাশিত পার্টি চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২২টি জেলায় ২০১৭ সালে সর্বক্ষণের মোট কর্মী ছিল ১৭৭৬। ২০১৮ তে ১৬১১। ২০১৯ এ ১৪৭৫। ২০২০ তে এসে দাড়িয়েছে ১৩৯২। অর্থাৎ ২০১৭ থেকে ২০২০ তে সর্বক্ষণের কর্মী কমেছে ৩৮৪। যা চিন্তা বাড়িয়েছে সূর্য মিশ্রদের। সদস্যের পাশাপাশি কমেছে এরিয়া কমিটির সংখ্যাও। ২০১৯ সালে ২২টি জেলায় মোট এরিয়া কমিটি ছিল ৭৮৮, চলতি বছরে তা কমে হয়েছে ৭৩৪, শাখার সংখ্যা গতবছর ছিল ১৭৪৭১, এবছর তা হয়েছে ১৫৪২৫।

দলে কমছে পার্টি সদস্য সংখ্যা

দলে কমছে পার্টি সদস্য সংখ্যা

সিপিএমের ৪ নম্বর পার্টি চিঠিতে স্বীকার করে নেওয়া হয়েছে, ২০১৯ সালের থেকে পার্টি সদস্য কমেছে ৭৫৫৭ জন। চিঠিতে আরও বলা হয়েছে পার্টিতে লিঙ্গ বিন্যাস মোটেই আশা ব্যঞ্জক নয়। তথ্য দিয়ে বলা হয়েছে, ২৫ বছরের নিচে সদস্য ২০১৯ সালে ছিল ২.৫৮%, যা ২০২০ তে কমে হয়েছে ১.৯৭%, এখানেই শেষ নয়, ২৬ থেকে ৩১ বছর বয়সের সদস্য সংখ্যা শতাংশের নিরিখে ২০১৮ সালে ছিল ৯.০৯%,২০১৯ এ ৬.৫১%, ২০২০ তে এসে দাড়িয়েছে ৫.৭১%।

কার্যকর হয়নি প্লেনামে নেওয়া সিদ্ধান্ত

কার্যকর হয়নি প্লেনামে নেওয়া সিদ্ধান্ত

২০১৫ সালে নেওয়া প্লেনামের সিদ্ধান্তও কার্যকর করা যায়নি। কারণ সেখানে বলা হয়েছিল যুব ও মহিলা সদস্যের সংখ্যা ২০১৮ মধ্যে যথাক্রমে ২০% ও ২৫% শতাংশ বাড়াতে হবে। এই সদস্য সংখ্যা বাড়ানো তো যায়ইনি, বরং ধাপে ধাপে কমেছে। আর তাই চিঠিতে বলা হয়েছে, দুই দিকের প্রতি নজর দেওয়ার ক্ষেত্রে গুরুতর ত্রুটি বিরাজ করছে।

শঙ্কা বাড়ছে সিপিএম নেতৃত্বের

শঙ্কা বাড়ছে সিপিএম নেতৃত্বের

বছর ঘুরলে বিধানসভা নির্বাচন। প্রধান বিরোধী হিসেবে বিজেপি ইতিমধ্যে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে রাজ্য। এই অবস্থায় চাপে মুজফফর আহমেদ ভবন। তার ওপর পাল্লা দিয়ে সদস্য, শাখা এরিয়া কমিটি কমায় বাড়তি শঙ্কা হাজির হয়েছে সিপিএম নেতৃত্বের সামনে।

English summary
All time Members are decreasing in CPM as said it in their party letter.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X