দাড়িভিট কাণ্ডে আদালতের নির্দেশ! স্থানীয়দের দাবিকেই 'মান্যতা'
দাড়িভিট কাণ্ডে শেষ পর্যন্ত জামিন পেলেন আট অভিযুক্ত। শর্তসাপেক্ষে এই জামিন মঞ্জুর করা হয়েছে। প্রসঙ্গত স্কুল খোলার অন্যতম শর্ত হিসেবে প্রশাসনের কাছে ধৃতদের মুক্তির দাবি করা হয়েছিল। সেই দাবিকেই প্রশাসন কার্যত মান্যতা দিল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

জানা গিয়েছে, ভারপ্রাপ্ত বিচারক এই জামিনের মুক্তিতে একাধিক শর্ত রেখেছেন। যার মধ্যে রয়েছে, জামিনের জন্য ১০ হাজার টাকা ছাড়াও আদালতে ধৃতদের বাড়ির দলিল জমা রাখতে হবে। পাশাপাশি সপ্তাহে একদিন ইসলামপুর থানায় হাজিরাও দিতে হবে।
২০ সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের দাড়িভিট হাইস্কুলে শিক্ষর নিয়োগকে ঘিরে পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ হয়। গুলিতে দুই প্রাক্তন ছাত্রের মৃত্যু হয়েছিল। যদিও প্রশাসনের তরফে গুলি চালনার কথা অস্বীকার করা হয়। এলাকায় গণ্ডগোলের পরিবেশ তৈরি করা নিয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে তৃণমূল। বিজেপির তরফে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা তুলে ধরা হয়।
ঘটনার পর থেকে বন্ধ ছিল স্কুল। প্রশাসনের তরফ থেকে বারবার স্কুল খোলার চেষ্টা করা হয়। যদিও মৃত দুজনের পরিবার বাধা দেয়। দুজনের মৃত্যু নিয়ে সিবিআই তদন্তের দাবি করা হয়। মৃতদের পরিবারের তরফে সিবিআই তদন্তের দাবি করে মামলাও দায়ের করা হয়। প্রশাসনের তরফে সিবিআই-এর দাবিকে মান্যতা না দেওয়া হলেও, কলকাতা হাইকোর্ট ও জাতীয় মানবাধিকার কমিশন ঘটনার রিপোর্ট তলব করে।