For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজভবনে সর্বদল বৈঠক পিছিয়ে হবে ২১ জানুয়ারি!

রাজভবনে সর্বদল বৈঠক পিছিয়ে হবে ২১ জানুয়ারি!

  • By Aveek Banerjee
  • |
Google Oneindia Bengali News

রাজভবনে সর্বদল বৈঠকের দিন বদল। সর্বদল বৈঠক এর দিন পরিবর্তন করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আগামী একুশে জানুয়ারি বিকেল চারটে নাগাদ সর্বদলীয় বৈঠক ডেকেছেন তিনি।

রাজভবনে সর্বদল বৈঠক পিছিয়ে হবে ২১ জানুয়ারি!

রাজ্যপালের ডাকা বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন পরিষদীয় মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

পাশাপাশি, দিল্লিতে পূর্বপরিকল্পিত কর্মসূচি থাকার জন্য বিরোধী দলনেতা আব্দুল মান্নান উপস্থিত হতে পারবেন না। অন্যদিকে কেরলে কেন্দ্রীয় কমিটির বৈঠকে থাকতে হবে বলে রাজভবন যেতে পারবেন না বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী। সেইবিষয়ে রাজভবনকে বাম-কংগ্রেস উভয়পক্ষই অবগত করে।‌

সূত্রের খবর, তারপরেই বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে ফোন করেন রাজ্যপাল। সেখানে মান্নান রাজ্যপালকে দিনবদলের আর্জি জানান।

স্বাভাবিকভাবেই তিনপক্ষ উপস্থিত না হলে এই ধরনের সর্বদল বৈঠক এর গুরুত্ব থাকবে না। সেই জায়গা থেকেই সর্বদল বৈঠক দিন ১৭ জানুয়ারির বদলে ২১ জানুয়ারি করেছেন রাজ্যপাল।

মূলত, গণপিটুনি রোধ বিল এবং তপশিলি জাতি-উপজাতি কমিশন বিল নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনার জন্যই রাজ্যপাল এই সর্বদল বৈঠক ডেকেছেন।

১০ কোটির টাকার বিনিময়ে নির্বাচনে প্রার্থীপদের 'অফার' কোন দলে ! দিল্লি বিধানসভা ভোট ঘিরে চড়ল পারদ১০ কোটির টাকার বিনিময়ে নির্বাচনে প্রার্থীপদের 'অফার' কোন দলে ! দিল্লি বিধানসভা ভোট ঘিরে চড়ল পারদ

English summary
All party meeting at Raj Bhavan date changed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X